|
|
|
|
|
|
তিনি বলেন
|
ভয় হয়, কোন দিন পুরো
বাড়িটাই না ভেঙে পড়ে। |
দেবজিৎ দত্ত |
প্রসঙ্গ ক্রিক রো-এর জীর্ণ বাড়ি |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ৩, ৫ ও ৯।
শুভ দিন: বুধ, শুক্র ও শনি।
শুভ রং: সাদা, ছাই ও সবুজ।
শুভ রত্ন: হিরে, পান্না ও পীত পোখরাজ।
মধ্যবয়স্ক ও প্রবীণ ব্যক্তিরা স্বাস্থ্যের দিকে নজর দিন। চিকিৎসায় অবহেলা করবেন না। অন্যের সমালোচনা করে অপ্রিয় হতে পারেন। চাকরিতে রাজনীতির শিকার হতে পারেন। দক্ষতার স্বীকৃতি পেতে ও পদোন্নতিতে দেরি হবে। একাধিক উপায়ে আয় বাড়লেও ব্যয়াধিক্য থাকবে, সঞ্চয় হবে না। ব্যবসায় কষ্টসাধ্য সাফল্য। মুখোশধারী দুর্জন থেকে সাবধান। প্রিয়জনের শিক্ষাগত সাফল্য। সুচিকিৎসায় গুরুজনের আরোগ্য। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
নতুন সাবওয়ে
কলিকাতা শহরে রাস্তা পারাপারের সুবিধার্থে বর্তমান আর্থিক বৎসরে দুইটি সাবওয়ে তৈয়ারির ব্যবস্থা হইয়াছে। কলিকাতার পৌর এলাকার ঊনত্রিশ লক্ষ বা বৃহত্তর কলিকাতার পঞ্চাশ লক্ষ অধিবাসীর কথা ভাবিলে চলিবে না। যাহারা প্রতিদিন কাজের শেষে ফিরিয়া যায় তাহাদের সংখ্যাও কম নয়। ট্রাম বাসের সংখ্যা বৃদ্ধি, সাবওয়ে নির্মাণ বা একমুখের রাস্তার দ্বারা কলিকাতার পরিবহণ সমস্যার সমাধান হইতে পারে না। শহরের মধ্যে দিয়া রেলগাড়ি না চলিলে কোন বড় শহরের বিপুল সংখ্যক যাত্রী বহন সম্ভব নয়। ‘সার্কুলার রেলপথের’ প্রস্তাব কার্যকর হইলে কিছুটা সমাধান হইতে পারে। তবে স্থায়ী সমাধানে ‘টিউব রেলপথের’ কথা ভাবিতেই হইবে।
— আনন্দবাজার পত্রিকা, ১৯ জুলাই ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|