বলিউডের প্রথম সুপার স্টার রাজেশ খন্নার ‘লিপ’-এ কিশোর কুমারের গাওয়া একটা গান আজ খুব মনে পড়ছে,...‘‘জিন্দেগিকে সফরমে গুজর যাতে হ্যা যো মকাম...য়ো ফির নেহি আতে’’। ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল মুম্বইয়ে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকাল ১০টার কিছু পরে মুম্বইয়ে তাঁর বাসভবন ‘আশির্বাদ’ থেকে পরিবার পরিজন ও অসংখ্য অনুরাগীদের সঙ্গে সাদা ফুলে ঢাকা গাড়িতে ভিলে পার্লের শ্মশানে পৌঁছান। শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে ছিল ৭০০ জনের বিশাল পুলিশ বাহিনী। স্ত্রী ডিম্পল, অক্ষয় কুমার, মেয়ে রিঙ্কি-সহ অসংখ্য বন্ধু, পরিজন, চিত্র তারকা সামিল হন এই শেষযাত্রায়। বেলা সাড়ে ১১টা নাগাদ ভিলে পার্লের শ্মশানে এই মহাতারকার শেষকৃত্য সম্পন্ন হল।
|
সারা রাত ধরে প্রবল বর্ষনের ফলে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মিলন মোড়ের কাছে মহানন্দার বাঁধ ভেঙে জলপাইগুড়ি ও শিলিগুড়ির বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে ৩১এ জাতীয় সড়কে ধস নেমে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। বন্যা কবলিত এলাকায় যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছে প্রশাসন।
|
বিঘ্নিত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল |
বালিগঞ্জের কাছে লাইনে ফাটল থাকার ফলে সকাল থেকেই বিপর্যস্ত শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন লাইনের ট্রেন চলাচল। চলছে লাইন মেরামতির কাজ। এই শাখায় ট্রেনগুলি অস্বাভাবিক দেরিতে চলছে। ফলে বিপাকে পড়েছেন অসংখ্য নিত্যযাত্রী। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। |