টুকরো খবর
প্রাথমিক সংসদে শিক্ষক-বিক্ষোভ
বদলির ক্ষেত্রে স্বচ্ছতা আনা-সহ বেশ কয়েক দফা দাবিতে বুধবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে বিক্ষোভ দেখায় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। সংসদের চেয়ারম্যানকে স্মারকলিপিও দেওয়া হয়। নেতৃত্ব দেন সমিতির জেলা সম্পাদক দীপঙ্কর মাইতি। সংসদের মধ্যে কয়েক জন তাঁদের হেনস্থা করেন বলে অভিযোগ সমিতির নেতৃত্বের। গত এক বছরে ২০০-রও বেশি প্রাথমিক শিক্ষক বদলি হয়েছেন। বদলির ক্ষেত্রে দলবাজি করা হচ্ছে বলে অভিযোগ বিভিন্ন দল ও সংগঠনের। তাদের বক্তব্য, এর ফলে অনেক স্কুলে সঙ্কট তৈরি হয়েছে। স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হচ্ছে। যেখানে ২ জন শিক্ষক ছিলেন, সেখান থেকেও ১ জন শিক্ষককে বদলি করা হয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে সমস্যা আরও জটিল হবে। এক বছর আগে এক জন শিক্ষকের স্কুলের সংখ্যা ছিল ৮৩। এখন তা ১০৪ হয়েছে। সমিতির বক্তব্য, বদলির ক্ষেত্রে স্পষ্ট নীতি নেই বলেই এই পরিস্থিতি। প্রাথমিক শিক্ষার উন্নয়নেও কয়েক দফা দাবি জানিয়েছে সমিতি। সংসদ কর্তৃপক্ষ দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন।

মারধর করে ডাকাতি দাঁতনে
গৃহস্থের বাড়িতে ডাকাতি করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকার সারতা গ্রামে ঘটনাটি ঘটেছে। সারতার বাসিন্দা ত্রিলোচন দাসের বাড়িতে মঙ্গলবার ধর্মীয় অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে কয়েকজন আত্মীয় ও ভক্ত বাড়িতে ছিলেন। বাইরে মন্দিরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন সাত জন। বাকিরা ভিতরে। রাত দেড়টা নাগাদ জনা পনেরো সশস্ত্র দুষ্কৃতী পাইপগান, ভোজালি ও বোমা নিয়ে ওই বাড়িতে চড়াও হয়। প্রথমে তারা বারান্দায় থাকা লোকজনদের অস্ত্র দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে। বাধা দিলে মারধর করে, ভোজালি দিয়ে আঘাত করে। এর পর ভয় দেখিয়ে বাড়ির দরজা খুলিয়ে ভিতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। ত্রিলোচনবাবু বলেন, “আমার মেয়ের গলায় ভোজালি ঠেকিয়ে, টাকা, গয়নাগাটি, মোবাইল নিয়ে পালায় দুষ্কৃতীরা।” খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের দাঁতন-১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা করানো হয়।

আলোচনাসভা
জাতীয় গণিতবর্ষ ও গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের ১২৫ তম জন্মবর্ষ উপলক্ষে আলোচনাসভা হল দাঁতনের বীরভদ্রপুর হাইস্কুলে। স্কুলেরই ‘সবুজ-মিতা ইকো ক্লাবে’র পরিচালনায় এই সেমিনারে রামানুজনের জীবন নিয়ে তথ্যচিত্র সহযোগে আলোচনা হয়। বক্তা বীরেশ্বর পাণিগ্রাহী, অমলাংশু পট্টনায়ক, শিবশঙ্কর সেনাপতি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.