আঘাত ক্ষমতার কেন্দ্রে
সিরিয়ায় সরকারি ভবনে বিস্ফোরণ, নিহত প্রতিরক্ষামন্ত্রী-সহ ৩ নেতা
বিদ্রোহের আগুন জ্বলছিল গত ষোলো মাস ধরে। এ বার সরাসরি বিস্ফোরণ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ‘ক্ষমতার কেন্দ্রে’।
রাজধানী দামাস্কাসের বুকে জাতীয় নিরাপত্তা বিভাগের সদর দফতরে আজ এক বিস্ফোরণে নিহত হন সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাউদ রাজহা, উপ-প্রতিরক্ষামন্ত্রী আসেফ সওকত এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা সেলের প্রধান তথা উপরাষ্ট্রপতির সহকারী হাসান তুর্কমানি। উপ-প্রতিরক্ষামন্ত্রী আবার প্রেসিডেন্ট আসাদের ভগ্নিপতিও বটে। সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ওই দফতরে মন্ত্রী ও নিরাপত্তা অফিসারদের বৈঠক চলাকালীন বিস্ফোরণটি হয়। আহত-তালিকায় রয়েছে প্রশাসনের কিছু ওজনদার নাম। অভ্যন্তরীণ মন্ত্রী মহম্মদ ইব্রাহিম অল শার-এর চোট গুরুতর। গোয়েন্দাপ্রধান হিসাম বখতিয়ারের অস্ত্রোপচার করতে হবে অবিলম্বে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বস্ত মন্ত্রী-
দাউদ রাজহা
আসেফ সওকত
অফিসারের যে গোষ্ঠীকে নিয়ে বিদ্রোহ-দমনের লড়াই চালাচ্ছিলেন আসাদ, এই বিস্ফোরণে সেই গোষ্ঠীরই তিন মাথা নিহত হন। স্বভাবতই আসাদ-শিবিরের কাছে এই হামলা বড়সড় ধাক্কা।
বিস্ফোরণ কী ভাবে ঘটল বা কারা ঘটাল, তা নিয়ে উঠে আসছে একাধিক মত। নিরাপত্তা বাহিনীর সূত্রে এই হামলাকে আত্মঘাতী বিস্ফোরণই বলা হচ্ছে। ওই সূত্রের দাবি, বৈঠকে যাঁরা এসেছিলেন, তাঁদের কোনও দেহরক্ষীই বিস্ফোরক-জ্যাকেট পরে এসেছিল। এ দিকে, দু’টি বিদ্রোহী গোষ্ঠীও আলাদা-আলাদা ভাবে বিস্ফোরণের দায় স্বীকার করেছে। লিওয়া আল ইসলাম গোষ্ঠী তাদের ফেসবুক পেজে দাবি করেছে যে, তারাই ‘শাসন ব্যবস্থার সর্বোচ্চ কেন্দ্রে সরাসরি আঘাত’ হেনেছে। তাদের দাবি, অনেক দিন ধরে পরিকল্পনা করে ওই ভবনের মধ্যে বিস্ফোরক রেখে আসা হয়েছিল। কোনও আত্মঘাতী জঙ্গির সাহায্য নেওয়া হয়নি। আবার ‘ফ্রি সিরিয়ান আর্মি’ নামে অন্য একটি গোষ্ঠীও এই হামলার দায় স্বীকার করেছে।
গত চার দিনে সরকার পক্ষ ও বিদ্রোহীদের সংঘর্ষ তীব্র আকার নিয়েছিল দামাস্কাসে। ‘দামাস্কাস আগ্নেয়গিরি’ অপারেশনে সরাসরি রাজধানী দখলের ডাক দিয়েছিল বিদ্রোহীরা। ইতিমধ্যে এই বিস্ফোরণ। আসাদ-বিরোধী বিক্ষোভ শুরু হওয়া ইস্তক এই প্রথম কোনও মন্ত্রী প্রাণ হারালেন সিরিয়ায়। স্বভাবতই জোরদার হয়েছে বিদ্রোহী-দমন অভিযান। এক বাসিন্দার কথায়, আসাদের সেনাবাহিনী ছাড়া এলাকার রাস্তাঘাট প্রায় জনশূন্য। টহল দিচ্ছে ট্যাঙ্ক। আসাদের অনুগত বাহিনীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “যারা ভাবছে এ ভাবে সিরিয়াকে দুর্বল করা যাবে, তারা ভুল করছে। বরং অপরাধীদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা আরও সংকল্পবদ্ধ হচ্ছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.