দুপুর ২টো নাগাদ বান্দ্রার বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন বলিউডের প্রথম ‘সুপারস্টার’ রাজেশ খন্না। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। বেশ কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি। পেটের সংক্রমণ নিয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হলে জানা যায় ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। গতকাল হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। তাঁর অবস্থা খুবই সঙ্কটজনক বলে বাড়িতেই সারাক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিত্সকেরা। শেষ সময় পাশে ছিলেন স্ত্রী ডিম্পল-সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
২৯ ডিসেম্বর, ১৯৪২ সালে পঞ্জাবের অমৃতসরে জন্ম হয় যতিন খন্নার, যিনি হিন্দি চলচ্চিত্র জগতে মহাতারকা রাজেশ খন্না নামে পরিচিত। ১৯৬৬ সালে ‘আখরি খাত’ ছবিতে প্রথম বলিউডের রঙীন জগতে পদার্পণ। এরপর ‘আনন্দ’, ‘আরাধনা’, ‘অমর প্রেম’, ‘বাবুর্চি’,‘হাতি মেরে সাথি’, ‘নমক হারাম’-সহ ১৬৩ ছবিতে নিজের অভিনয় প্রতিভার সাক্ষর রেখেছেন তিনি। জিতে নিয়েছেন লক্ষ লক্ষ দর্শকের মন। সেরা অভিনেতার শিরোপা পেয়েছেন তিন বার। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড-সহ সমগ্র দেশবাসী।
কিশোর কুমার ও রাজেশ খন্নার যুগলবন্দি সত্তরের দশকে ঝড় তুলেছিল বহু তরুণ হৃদয়ে। ৯০টি ছবিতে তাঁরা কাজ করেন একসঙ্গে। পর্দায় রাজেশ খন্নার ভাবমূর্তির সঙ্গে কন্ঠস্বর মেলানোর জন্য নিজের গায়কির পরিবর্তন করেছিলেন কিশোর কুমার। কিশোরের মৃত্যুর পর তাঁর বেশ কিছু অসমাপ্ত ছবিও শেষ করেন তিনি। কাল সকাল ১১টায় মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে পরিবারের পক্ষ থেকে।
|
ইউপিএ-র মধ্যাহ্নভোজে প্রতিনিধি পাঠাবেন মমতা |
অবশেষে পূর্বঘোষিত অবস্থান থেকে সরে এসে ইউপিএ-র ডাকা মধ্যাহ্নভোজে দলীয় প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ প্রণববাবুর সম্মানে ইউপিএ শরিক ও সমর্থক দলের সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন সনিয়া গাঁধী। এই মধ্যাহ্নভোজে তৃণমূলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন কি না সেই বিষয় দ্বন্দ্ব ছিল। আজ মুখ্যমন্ত্রী জানালেন মধ্যাহ্নভোজে তৃণমূলের দু’জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। তৃণমূল সাংসদ কে ভি সিংহ ও রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় এই অনুষ্ঠানে যাচ্ছেন বলে জানা গিয়েছে।
|
উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ আনসারির |
আজ উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ করলেন ইউপিএ প্রার্থী হামিদ আনসারি। ২০ জুলাই উপরাষ্ট্রপতি মনোনয়নের শেষ দিন। ওই দিন মনোনয়ন পেশ করবেন এনডিএ প্রার্থী যশোবন্ত সিংহ। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, সনিয়া গাঁধী ও রাহুল গাঁধীর পাশাপাশি মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রপন্ত্রী পি চিদম্বরম, টি বালু, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা। ইউপিএ-র শীর্ষনেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিংহ, লালুপ্রসাদ যাদব, বিএসপি-র দু’জন প্রতিনিধি। আনসারিকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সমর্থনের কথা এখনও ঘোষণা করেনি তৃণমূল। অন্য দিকে আনসারিকে সমর্থন জানিয়েছেন বামেদের একাংশ।
|
ফের ছাত্র নিগ্রহ, শিক্ষক পলাতক |
ফের শিক্ষাক্ষেত্রে ন্যক্কারজনক ঘটনা ঘটল দূর্গাপুরের বেনাচিতির হিন্দু ভারতী হাইস্কুলে। ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে লোহার রড দিয়ে মারার অভিযোগ উঠল ওই স্কুলেরই ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে। ক্লাস চলাকালীন বন্ধুর কাছে জল চায় ছাত্রটি। জলের বোতল নেওয়ার সময় বোতলটি পড়ে গেলে আওয়াজ হয়। সেই আওয়াজ শুনে শিক্ষক ছুটে এসে লোহার রড দিয়ে মারধর করেন ছাত্রটিকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়ে প্রধান শিক্ষকের দারস্থ হয়েছেন স্থানীয় কাউন্সিলর-সহ ছাত্রের পরিবার। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক বলে জানা গিয়েছে।
|
ভাঙড়ে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৩ |
গতকাল ভাঙড়ের এনায়েতপুরে বেআইনি অস্ত্র কারখানার হদিস পেল পুলিশ। দীর্ঘদিন ধরেই দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় বেআইনি অস্ত্রের খোঁজে তল্লাশি চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মাঝরাতে এনায়েতপুরে হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ ৩ জনকে গ্রেফতার করে ভাঙড় থানার পুলিশ। তাদের থেকে অত্যাধুনিক রাইফেল-সহ উদ্ধার হয় ১০-১২ রাউন্ড গুলি। অভিযুক্তদের সঙ্গে বেআইনি অস্ত্র পাচারকারীদের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আজ তাদের আদালতে পেশ করা হবে।
|