টুকরো খবর
সবুজায়নে উদ্যোগী পূর্বস্থলীর স্কুল
এলাকা সবুজায়নে এগিয়ে এল স্কুল। অরণ্য সপ্তাহ উপলক্ষে পূর্বস্থলী ১ ব্লকের নাদনঘাট রামপুরিয়া উচ্চ বিদ্যালয় শুধু নিজেদের স্কুলেই নয় আশপাশের আরও পাঁচটা স্কুলকে চারাগাছ উপহার দিয়েছে। এলাকাবাসীকে গাছ লাগাতে উৎসাহিত করতে মঙ্গলবার একটি মিছিলও বের করে তারা। বছর চারেক আগেই স্কুলে তৈরি হয়েছে ইকো ক্লাব। চলছে ‘গ্রিন আর্থ মুভমেন্ট’। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পুরস্কার হিসেবেও চারাগাছ দেওয়া হয়। সাহায্য করে নানা ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনও। স্কুলের শিক্ষক অরূপ চৌধুরী প্রতিবছরই জেলার বিভিন্ন স্কুল এবং প্রতিষ্ঠানে চারাগাছ বিলি করেন। তিনি বলেন, “ছাত্রছাত্রীরা যাতে গাছকে আপন করে নেয় তাই এই উদ্যোগ।”অরণ্য সপ্তাহ পালন করতে চেয়ে স্কুলের তরফে বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখান থেকে শিশু, কৃষ্ণচূড়া-সহ নানা জাতের প্রায় ৬০০টি চারাগাছ দেওয়া হয়। মঙ্গলবার পড়ুয়ারা মিছিল করে বেরিয়ে শহরের নানা জায়গায় পোঁতেন। এলাকার আরও বহু স্কুলও এই মিছিলে পা মেলায়। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। ছিলেন নাদনঘাটের প্রধান হারু শেখ, কাটোয়া বন দফতরের আধিকারিক পরমানন্দ মাইতি, বধর্মানের বিট অফিসার জয়ন্তকুমার ধারা-সহ প্রমুখেরা। স্কুলের ইকো ক্লাবের সম্পাদক অশোক রায় বলেন, “বর্ধমানে প্রায় ৮০২টি স্কুল রয়েছে। তাদের মিড-ডে মিল রান্নাতে প্রতিদিন প্রায় তিন মণ করে কাঁচা কাঠ ব্যবহৃত হচ্ছে। অবিলম্বে এর বিকল্প ভাবা উচিত।”

বনমহোৎসব সপ্তাহে কৃষ্ণনগর বন দফতরে চারাগাছ বিলি। ছবি: সুদীপ ভট্টাচার্য।

হাতির দিকে নজর
অবস্থার পরিবর্তন হয়নি চন্দন নামের ওই হাতিটির। হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে ঘুম পাড়ানি গুলি করার কথা ভেবেছে বনদফতর। সেই জন্য মেদিনীপুর থেকে মঙ্গলবার নিয়ে আসা হয় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দুই কর্মীকে। পুরুলিয়ার ডিএফও অজয়কুমার দাস জানান, হাতিটির আচরণের উপরে নজর রাখা হচ্ছে। প্রয়োজনে তার উপরে ঘুম পাড়ানি গুলি ব্যবহার করা হবে বলে ওই দুই কর্মীকে নিয়ে আসা হয়েছে। প্রসঙ্গত, সোমবার সকালে পুরুলিয়ার জয়পুরের ঘাগরা গ্রামে তার দীর্ঘদিনের মাহুত রাধে মুসাহারকে আছড়ে পায়ে পিষে মেরে ফেলেছিল ওই হাতিটি।

বনমহোৎসব
বনমহোৎসব পালন করবে শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান সংগঠনের কার্যকরী সভাপতি তথা শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান নান্টু পাল। তিনি জানান, আগামী ২৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই উৎসব পালন করা হবে।

বুদবুদের শালডাঙা গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে
এই বনরুইটিকে। ছবি: বিকাশ মশান


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.