প্রহরাবিহীন ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, মৃত ২ বাইক আরোহী |
খড়্গপুর শাখায় বাখরাবাদ স্টেশনের কাছে প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ২ বাইক আরোহীর। মৃতেরা হলেন শচীন জানা ও এক শিশু। প্রত্যক্ষদর্শীদের মতে, মানিক দত্ত নামে এক ব্যক্তি তাঁর চার বছরের শিশুকে নিয়ে শচীন জানার সঙ্গে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ঠিক ১.১৫ নাগাদ লেভেল ক্রসিং পার হওয়ার সময় দুরন্ত গতিতে ছুটে আসা আপ জলপাইগুড়ি-চেন্নাই এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শচীন জানার ও শিশুটির। গুরুতর আহত হন মানিকবাবু। এই ঘটনার পরই প্রায় হাজার দেড়েক স্থানীয় বাসিন্দা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সঙ্গে হাওড়া-পুরী দুরন্ত এক্সপ্রেসকেও তারা আটকে দেন। তাদের অভিযোগ, অনেকদিন ধরেই এখানে কোনও প্রহরী নেই। এর আগেও বহুবার দুর্ঘটনা ঘটেছে। রেলকে বারবার জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। আজ এই ঘটনার পর তারা দাবি জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত এই ক্রসিংয়ে কোনও প্রহরার ব্যবস্থা করা হবে তারা অবরোধ তুলবেন না। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বেলদা থানার পুলিশ ও রেলপুলিশ।
|
পড়া না পারায় ছাত্রকে বেধড়ক মার শিক্ষকের |
মেদিনীপুরের পাঁচখুড়ি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম শুভরঞ্জন ঘোষ। অভিযোগ, ছাত্রটি পড়া ঠিকমত বলতে না পারায় লাঠি দিয়ে বেধড়ক মারেন ওই শিক্ষক। মারের চোটে গুরুতর জখম হয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি হয় সে। তার দেহে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। এদিকে, এই ঘটনার পর ছাত্রের বাবা-মা শিক্ষকের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষক গোটা বিষয়টির জন্য ক্ষমা চান অভিভাবকদের কাছে। এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। অপরদিকে, গতকাল উত্তর ২৪ পরগনার গোপালনগরে গিরিবালা বালিকা বিদ্যালয়ে ছাত্রীকে পোশাক খুলিয়ে তল্লাশি চালানোর অভিযোগে আজকে গ্রেফতার করা হয়েছে শিক্ষিকা রুপালি দে-কে। শিক্ষিকার বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ আনে ওই ছাত্রী। জানা গেছে, আজ শিক্ষিকাকে বারাসত আদালতে তোলা হবে। এই ঘটনার পর স্কুলের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, স্কুলের স্বাভাবিক পরিবেশ ও পঠন-পাঠন যাতে ফিরে আসে দ্রুত তার চেষ্টাও করা হচ্ছে বলে জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে।
|
কাঁথির মহিষাগোটে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটল। অভিযোগ, গতকাল সন্ধ্যায় ওই ছাত্রীকে হরেকৃষ্ণ জানা নামে এক ব্যক্তি ধর্ষণ করে। আজ সকালে একটি দোকানের সামনে থেকে মেয়েটিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অন্যদিকে, মঙ্গলকোটে পাঁচ বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। অভিযুক্তের নাম গোপাল বেতরা। গত দু’দিন ধরে নিখোঁজ ছিল মেয়েটি। আজ সকালে এক কিলোমিটার দূরের মাঠ থেকে দেহ উদ্ধার হয় তার। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গোপালকে গ্রেফতার করেছে। পুলিশি জেরায় সে জানিয়েছে, দু’দিন আগে ভাগ্নিকে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু চিত্কার চেঁচামেচি করায় ভাগ্নিকে গলা টিপে হত্যা করে।
|
নারকেলডাঙা থেকে শিশু নিখোঁজ |
শুক্রবার সকালে বাড়ি থেকে বিস্কুট কিনতে বেরিয়ে নিখোঁজ হয় কৃষ্ণ ঝা নামে এক শিশু। তার বাড়ি ৮৯ নারকেলডাঙা মেন রোড। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, শিশুটি দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তারা। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যেই ফুলবাগান থানায় শিশুটির বাবা-মা অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
|