এক কিশোরীকে ধর্ষণের পরে তা কাউকে না বলার জন্য খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে বসিরহাট থানার স্মরনিয়া গ্রাম থেকে সোয়েদ ফিরোজ আলি জাহেদি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন জেল হাজকে রাখার নিদের্শ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট-১ ব্লকের নিমদাঁড়িয়ে-কোদালিয়া পঞ্চায়েতের স্মরনিয়া গ্রামের বাসিন্দা সোয়েদ ফিরোজ আলি জাহেদির বাড়িতে বছর কুড়ির ওই কিশোরী ১০ বছর ধরে পরিচারিকার কাজ করত। তার মা-বাবা নেই। চার বছর আগে হাসনাবাদের সুন্দরিয়া গ্রামে তার বিয়ে হয়। কিন্তু স্বামীর সঙ্গে বনিহনা না হওয়ায় সে বাপের বাড়িতে ফিরে আসে। গ্রামে ফেরার পরে সে ফের সোয়েদ ফিরোজ আলি জাহেদির বাড়িতে কাজ নেয়। পুলিশের কাছে অভিযোগে ওই কিশোরী জানিয়েছে, বিবাহিত সোয়েদের স্ত্রী কিছুদিন আগে বাপের বাড়িতে চলে যায়। সেই সুযোগে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে সোয়েদ। ঘটনার কথা সে সবাইকে জানিয়ে দেবে বলায় তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় সোয়েদ। দিন তিনেক আগে সোয়েদের পরিবারের লোকজন এই ঘটনার কথা জানতে পেরে যায়। এর পরে সোয়েদ ও পরিবারের লোকজন তাকে ভয় দেখাতে শুরু করে। এতে ওই কিশোরী সোয়েদের বাড়িতে যাতায়াত বন্ধ করে দেয়।
পুলিশ জানিয়েছে, বুধবার সকালে সোয়েদ লোকজন নিয়ে ওই কিশোরীর বাড়িতে গিয়ে হামলা চালায় বলে অভিযোগ। তাকে মারধর করে মুচলেকা লিখিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। গ্রামবাসীরা এ কথা জনতে পেরে পুলিশকে খবর দেন। এর পরেই পুলিশ গ্রামে গিয়ে সোয়েদ ফিরোজ আলি জাহেদিকে গ্রেফতার করে। যদিও সোয়েদ তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। তার দাবি, চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে। |