একটা সময় তাঁর সবচেয়ে পছন্দের রং ছিল লাল। ভালবাসার রং। উৎসবের রং। কিন্তু আজকাল, সেই রক্তিম বর্ণ দেখলে খালি রক্তের নোনা গন্ধ নাকে লাগে যুবরাজ সিংহের। যুবরাজের কথায়, “এক বছর আগেও লাল ছিল আমার প্রিয় রং। কিন্তু গত ক’মাস এত রক্ত দেখেছি, আজকাল লাল দেখলেই বিতৃষ্ণা তৈরি হয়।” আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে ফেরাটা তাঁর প্রধান লক্ষ্য হলেও যুবরাজ জানিয়েছেন, ক্রিকেট আর তাঁর জীবনের শেষ কথা নয়। বলেছেন, “লান্স আর্মস্ট্রং বলে, ‘ইট ইজ নট অ্যাবাউট দ্য বাইক।’ সে রকম আমিও বুঝেছি ব্যাটটাই আর আমার কাছে সব কিছু নয়।” মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বিজয়ীর কথায়, “যে দিন আবার জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারব, সেটা জীবনের সবথেকে বড় দিন হবে। কিন্তু মাঝে নিঃশ্বাসই নিতে পারতাম না। এই যে প্রাণভরে নিঃশ্বাস নিচ্ছি, কেমোথেরাপির বারণ উঠে গিয়ে আবার সিঙাড়ার মতো সামান্য একটা জিনিস খেতে পারছি, স্বাভাবিক মানুষের মতো বাঁচতে পারছি, এটার দামও কোনও অংশে কম নয়!”
|
চলে গেলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট পি এম রুংতা। তাঁর বয়স হয়েছিল ৮৮। অনেক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ‘ভাইজি’ নামে ক্রিকেটমহলে পরিচিত রুংতা ১৯৭২ থেকে ১৯৭৫, তিন বছর বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন।
|
বুধবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে বিটিটিএ-র অনুশীলন কেন্দ্রে বাচ্চাদের অনুশীলন চলাকালীন হামলা করল একদল হামলাকারী। দাবি ছিল, তাদের খেলতে দিতে হবে। এই ঘটনায় দুই মহিলা কোচ-ও হেনস্তা হন।
|
ভারতের অলিম্পিক অভিযান শুরুর আগেই পুরস্কার ঘোষণার পালা শুরু হয়ে গেল। ভারতীয় অলিম্পিক দলের এক স্পনসরের প্রতিশ্রুতি ছিল সোনা, রুপো ও ব্রোঞ্জজয়ীদের নগদ ২০, ১৫ ও ১০ লাখ টাকা দেওয়ার। ভারতীয় বক্সিং দলের স্পনসর আলাদা করে জানিয়ে দিল, সোনা-রুপো-ব্রোঞ্জজয়ীদের তারা যথাক্রমে ৫১, ২১ ও ১১ লাখ নগদ পুরস্কার দেবে। এ ছাড়া কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ইতিমধ্যেই পদকজয়ীদের ৩০, ২০, ১৫ লাখ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। |