বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আলিপুরদুয়ার, রায়গঞ্জে অভিযান চালালেন প্রশাসনিক কর্তারা। এদিন সকালে আলিপুর দুয়ার জংশন রেলবাজার এবং নিউটাউন বাজারে যান আলিপুরদুয়ারের মহকুমাশাসক অমলকান্তি রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া। তাঁরা ব্যবসায়ীদের সবজি কম দামে বিক্রির নির্দেশ দিলে সবজি বিক্রেতারা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। আলিপুরদুয়ার জংশন রেল বাজারে মলয় বিশ্বাস নামে এক সবজি বিক্রেতা অভিযোগ করেন বৃষ্টিতে পটল গাছ পচে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন। এখন ৩০ টাকা কেজি দরে পটল বিক্রি করেও উৎপাদন খরচ তুলতে পারবেন না। আলিপুরদুয়ার বড় বাজারের সবজি ব্যবসায়ী সুবল রায়, জিতেন রায়েরা বলেন, “পাইকারি বিক্রেতাদের কাছ থেকে কেনা সমস্ত সবজি বিক্রি হয় না। সেই ক্ষতি সামাল দিতে দাম বাড়াতে হয়।” মহকুমাশাসক বলেন, “ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তাতে কাজ না-হলে আইন মেনে ব্যবস্থা হবে।” এদিন আলিপুরদুয়ারে পাইকারি বাজারে আলু ১২ টাকা, পটল ১৫ টাকা, ঝিঙে ১৫ টাকা, কাঁচা লঙ্কা ৭০ টাকা, ঢেড়শ ১৩ টাকা, করলা ১৬ টাকা এবং বেগুন ২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। খুচরা বাজারে আলু ১৫-১৭ টাকা, পটল ২৫-২৮ টাকা, ঝিঙে ২৪ টাকা, কাঁচা লঙ্কা ১১০ টাকা, ঢেড়শ ১৮ টাকা, করলা ২৪ টাকা, বেগুন ২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আলিপুরদুয়ার নিয়ন্ত্রিত বাজার সমিতির আধিকারিক পীযূষকান্তি দে জানান, সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে মহকুমাশাসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। খুচরো বাজারে সবজির দাম খতিয়ে দেখতে এদিন অভিযান চালাল রায়গঞ্জ মহকুমা প্রশাসন। সকালে রায়গঞ্জের মহকুমা শাসক নন্দিনী সরস্বতীর নেতৃত্বে এক প্রতিনিধিদল রায়গঞ্জের মোহনবাটি বাজারে যান। তিনি খুচরা সবজি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সবজির কেজি প্রতি দাম নথিভূক্ত করেন। পাশাপাশি তিনি ক্রেতাদের সঙ্গেও কথা বলেন। মহকুমাশাসক বলেন, “কয়েকদিন ধরে রায়গঞ্জের বিভিন্ন বাজারে সবজির দাম অনেকটাই কমেছে বলে জানতে পেরেছি। বেশি দাম নেওয়া হচ্ছে বলে ক্রেতারা এ দিন অভিযোগ জানাননি।” এ দিন সব্জি বাজার পরিরদর্শন করলেন ইসলামপুরের মহকুমাশাসকও। কৃষি আধিকারিক, খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরের আধিকারিকেরা ছিলেন। তাঁরা ইসলামপুর বাজার ঘুরে দেখেন। বাজারের প্রতিটি দোকান ঘুরে দেখার পাশাপাশি সব্জির দামের খোঁজ নেন। |