ভারপ্রাপ্ত নার্স না থাকায় ব্যাহত হচ্ছে প্রসূতি ও শিশুদের স্বাস্থ্য পরিষেবার কাজ। ঘটনাটি জগৎবল্লভপুরের নস্করপুর পঞ্চায়েতের অধীন সিদ্ধেশ্বর উপ-স্বাস্থ্যকেন্দ্রের। এই পরিস্থিতিতে বিশেষ করে ব্যাহত হচ্ছে প্রসূতি ও শিশুদের টিকাকরণ। বুধবার এই উপ-স্বাস্থ্যকেন্দ্রে শতাধিক প্রসূতি এবং শিশু আসে টিকাকরণের জন্য। কিন্তু কোনও নার্স না-থাকায় প্রসূতিরা ক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত নস্করপুর পঞ্চায়েতের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় জগৎবল্লভপুর ব্লক স্বাস্থ্য দফতরে। তাদের হস্তক্ষেপে নস্করপুর উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে একজন নার্স এসে সকলকে টিকা দেন।
নস্করপুর পঞ্চায়েতে রয়েছে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং তিনটি উপ-স্বাস্থ্যকেন্দ্র। তারই একটি হল সিদ্ধেশ্বর উপ-স্বাস্থ্যকেন্দ্র। উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলির দায়িত্বে থাকেন একজন প্রশিক্ষণ প্রাপ্ত নার্স। প্রায় তিন মাস আগে সিদ্ধেশ্বর উপ-স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে যে নার্স ছিলেন তাঁর পদোন্নতি হয়। তার পরে তাঁকে বদলি করে দেওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেই থেকে সিদ্ধেশ্বর উপ-স্বাস্থ্যকেন্দ্রে আরও কোনও নার্সকে দায়িত্ব দেওয়া হয়নি। সাত হাজার বাসিন্দা-পিছু একটি করে উপ-স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। সপ্তাহের তিন দিন এখানে গ্রামের প্রসূতি এবং শিশুদের চিকিৎসা হয়। প্রতি মাসের প্রথম বুধবার উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি এবং শিশুদের টিকাকরণ হয়। কিন্তু গত তিন মাস ধরে এই উপ-স্বাস্থ্যকেন্দ্রে কোনও নার্স না-থাকায় প্রসূতি ও শিশুরা পরিষেবা পাচ্ছে না।
প্রসূতিদের বক্তব্য, তাঁরা প্রতিবারেই উপ-স্বাস্থ্যকেন্দ্রে আসেন। কিন্তু নার্স নেই দেখে হতাশ হয়ে ফিরে যান। অথচ পাশেই নস্করপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে রয়েছেন দু’জন নার্স। গ্রামবাসীদের বক্তব্য, তাঁদের মধ্যে থেকেই একজনকে এই উপ-স্বাস্থ্যকেন্দ্রে বদলি করে দিলে সমস্যা মেটে।
বুধবার শিশুদের নিয়ে প্রসূতিরা এসে নার্সকে দেখতে না-পেয়ে ক্ষোভ জানানোর সঙ্গে সঙ্গে অবিলম্বে নার্স নিয়োগের দাবি জানান। বেলা সাড়ে ১১টা নাগাদ এখানে আসেন নস্করপুর পঞ্চায়েতের উপ-প্রধান নরেন সাউ। তিনি ব্লক স্বাস্থ্য দফতরে বিষয়টি জানান। বিএমওএইচ নস্করপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রের একজন নার্সকে তড়িঘড়ি সিদ্ধেশ্বরে যেতে নির্দেশ দেন। নরেনবাবু বলেন, “এই ভাবে জোড়াতালি দিয়ে চলবে না। পাকাপাকি ভাবে এই উপ-স্বাস্থ্যকেন্দ্রে এক জন নার্সকে অবশ্যই নিয়োগ করতে হবে।”
ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থপ্রতিম দাস বলেন, “সিদ্ধেশ্বর উপ-স্বাস্থ্যকেন্দ্রে নার্স নিয়োগকে কেন্দ্র করে সমস্যা রয়েছে ঠিকই। তবে এ বিষয়ে যা বলার বলবেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।” হাওড়ার সিএমওএইচ স্বাতী দত্ত বলেন, “নস্করপুর থেকে যাঁকে এ দিন সিদ্ধেশ্বরে পাঠানো হয়েছে তাঁকেই পাকাপাকি ভাবে ওখানে কাজ করতে বলা হয়েছে। আশা করি সমস্যা মিটে যাবে।” |