‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’-এর (জিটিএ) ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। মঙ্গলবার মনোনয়ন পরীক্ষার পরে তাঁর বিরুদ্ধে দাঁড়ানো নির্দল প্রার্থী সারদা শর্মার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। কার্শিয়াঙের সিটং-লাংপাংচার কেন্দ্র থেকে রোশন গিরি ভোটে দাঁড়িয়েছিলেন। তিনি ছাড়া, মোর্চার আরও ১২ জন প্রার্থীকে এ দিন সরকারি ভাবে জয়ী ঘোষণা করা হয়। রোশন গিরি বলেন, “পাহাড়ের মানুষ আমাদের সঙ্গে আছেন। আমাদের সমস্ত প্রার্থীরাই জিটিএ ভোটে জয়ী হবেন।” পক্ষান্তরে দার্জিলিং জেলা সিপিএমের ভারপ্রাপ্ত সম্পাদক জীবেশ সরকার বলেন, “আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে। অনেকে এলাকা ছেড়ে দিয়েছেন। এই অবস্থায়, আমরা মনে করি জিটিএ নির্বাচন অর্থহীন।” আজ, বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য, জীবেশবাবু-সহ একটি প্রতিনিধি দলের দার্জিলিঙে যাওয়ার কথা। সেখানে দলের প্রার্থীদের সঙ্গে কথা বলে জিটিএ ভোটে যোগ দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন সিপিএম নেতৃত্ব। সিপিএমের অভিযোগ উড়িয়ে দিয়ে রোশন গিরি বলেন, “সিপিএম মিথ্যা অভিযোগ তুলে বাজার গরম করতে চাইছে।”
|
বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস পালন করতে উদ্যোগী হয়েছে জেলা স্বাস্থ্য দফতর এবং শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ। আজ, বুধবার থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ওই দিন ফাঁসিদেওয়ায় স্বাস্থ্য মেলার সূচনা করবেন ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী সুনীল তিরকি। শিলিগুড়ি পুরসভার উদ্যোগে মাতৃ সদনে মায়েদের সচেতন করতে কর্মসূচি নেওয়া হয়েছে। মেয়র গঙ্গোত্রী দত্ত জানান, প্রাথমিক ভাবে ১১-২৪ জুলাই দিনটি পালন করতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। পুরসভা পরেও এ ব্যাপারে প্রচার চালাবে।
|
শিলিগুড়িতে অফিস চালু করতে চলেছে ‘টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরি রিয়েলিটি লিমিটেড’’। ১৩ জুলাই সেবক রোডের মিত্তাল গার্ডেনে তার সূচনা হবে। ১৪-১৫ জুলাই আয়োজন করা হয়েছে ‘টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরি প্রপার্টি এক্সপো’র। সংস্থার কাছ থেকে বাস বা ব্যবসার জন্য বাড়ি, জমি, ওয়্যারহাউজ কেনার ক্ষেত্রে আইনি পরামর্শ পাবেন বাসিন্দারা। |