মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার আঙিনাকে রাজনীতি মুক্ত করার ডাক দিলেও দলের ছাত্র সংগঠন সে বার্তায় যে তেমন আমল দিচ্ছে না মঙ্গলবার নদিয়ার বেতাই কলেজের অধ্যক্ষের ঘরে দলীয় পতাকা টাঙিয়ে ফের এক বার সে কথাই মনে পড়িয়ে দিয়েছে তারা।
তেহট্টের বেতাই বিআর অম্বেডকর কলেজে ওই ঘটনায় এসএফআই ও ছাত্র পরিষদ কলেজে বিক্ষোভও দেখায়। এ দিন বিএ প্রথম বর্ষে ভর্তির জন্য কলেজে কাউন্সেলিং চলছিল। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পঙ্কজ ভট্টাচার্য অবশ্য কলেজে ছিলেন না। আচমকা এক দ টিএমসিপি সমর্থক অধ্যক্ষের ঘরে ঢুকে দলীয় পতাকা লাগিয়ে দেয়। কলেজের দায়িত্বে ছিলেন পীযূষকান্তি দেব। তিনি বলেন, ‘‘দুপুরে তৃণমূলের কিছু সমর্থক ঘরে এসে বলে, যে কলেজের ছাত্র সংসদে ছাত্র পরিষদের পতাকা টাঙানো আছে সেটা খুলে ফেলতে হবে। আমি সেইমত ছাত্র পরিষদের ছেলেদের ডেকে তাদের পতাকা খুলে ফেলতেও বলি। কিন্তু টিএমসিপি’র সমর্থকেরহা ততক্ষমে অধ্যক্ষের ঘরে ও অফিসের মধ্যেই তাদের দলীয় পতাকা টাঙিয়ে দেয়।’’ ঘটনার পরেই কলেজে বিক্ষোভ দেখায় এসএফআই ও ছাত্র পরিষদ। এসএফআই এর তেহট্ট জোনাল কমিটির সম্পাদক তাপস কর্মকার বলেন, ‘‘গণতন্ত্রের নামে তৃণমূল সর্বত্রই দলতন্ত্র চালিয়ে যাচ্ছে। এ দিনের ঘটনা আরও একবার তার প্রণাম দিন।’’ ছাত্র পরিষদের তেহট্ট ২ ব্লকের সভাপতি আতাউর হোসেনের দাবি, ‘‘বেতাই কলেজে ক্ষমতায় আছে ছাত্র পরিষদ। টিএমসিপির অস্তিত্ব নেই। গায়ের জোরে ওরা যা খুশি তাই করে যাচ্ছে।’’ তবে এমন ঘটনার কথা অবশ্য মানতে চাননি তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি দীপক পাল তিনি বলেন,‘‘ কলেজের ছাত্র সংসদ থেকে ছাত্র পরিষদের পতাকা খুলে ফেলার জন্য তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের ঘরে গিয়েছিল এর বেশি কিছু ঘটেনি’’ অন্যদিকে তেহট্ট ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের দিলীপ পোদ্দার বলেন, ‘‘অধ্যক্ষের ঘরে যে দলীয় পতাকা টাঙাতে নেই এই বোধ তৃণমূল ছাত্র পরিষদের আছে। ওরা কোনদিনই এমন করবে না তৃণমূল ছাত্র পরিষদকে ফাঁসাতে কেউ এমন করে থাকতে পারে। আমরা খতিয়ে দেখছি।’’ |