|
|
|
|
এড়গোদায় নতুন পঞ্চায়েত প্রধান সুরুবালি |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
দিন দশেক আগে সিপিএমের সমর্থনে বেলপাহাড়ি ব্লকের এড়গোদা পঞ্চায়েতের দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে তাঁকে অপসারিত করেছিল ঝাড়খণ্ডীরা। মঙ্গলবার ফের সিপিএম সদস্যদের সমর্থনেই নতুন প্রধান নির্বাচিত হলেন ঝাড়খণ্ড-পার্টি (নরেন)-এর সুরুবালি টুডু।
গত ২৮ জুন অনাস্থার ভোটাভুটিতে অপসারিত হন এড়গোদা পঞ্চায়েতের আগের ঝাড়খণ্ডী-প্রধান কাজল শবর। এই পঞ্চায়েতের দশ জন সদস্যের মধ্যে ৫ জনই ঝাড়খণ্ডী, ৪ জন সিপিএম ও ১ জন নির্দল। ‘দুর্নীতি ও স্বজনপোষণে’র অভিযোগে কাজলদেবীর বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন পঞ্চায়েতের ৬ সদস্য (ঝাড়খণ্ডী ৩ ও সিপিএম ৩)। অনাস্থার ভোটাভুটির দিন (২৮ জুন) কাজলদেবী, এক ঝাড়খণ্ডী সদস্য ও এক নির্দল সদস্য সভায় আসেননি। উপস্থিত বাকি ৭ জন সদস্য (ঝাড়খণ্ডী-৩ ও সিপিএম-৪) অনাস্থার পক্ষে ভোট দেওয়ায় ওই দিন প্রধান পদ থেকে অপসারিত হন কাজলদেবী। মঙ্গলবার নতুন প্রধান নির্বাচনের জন্য এড়গোদা গ্রাম-পঞ্চায়েত কার্যালয়ের সভাঘরে বেলপাহাড়ির যুগ্ম-বিডিও শুভব্রত চক্রবর্তীর পৌরোহিত্যে সভা ডাকা হয়। উপস্থিত ছিলেন অনাস্থা-প্রস্তাব সমর্থনকারী পঞ্চায়েতের সেই ৭ সদস্য (ঝাড়খণ্ডী-৩ ও সিপিএম-৪)। এ দিনও যথারীতি কাজলদেবী, এক ঝাড়খণ্ডী সদস্য ও এক নির্দল সদস্য অনুপস্থিত ছিলেন। পঞ্চায়েতের ঝাড়খণ্ডী উপপ্রধান খেলারাম মান্ডি প্রধান পদে দলীয় পঞ্চায়েত সদস্য সুরুবালি টুডুর নাম প্রস্তাব করেন। উপস্থিত সব সদস্য সেই প্রস্তাব সমর্থন করায় সর্বসম্মতিক্রমে সুরুবালিদেবী নতুন প্রধান নির্বাচিত হন। ঝাড়খণ্ড পার্টি-র (নরেন) নেত্রী চুনিবালা হাঁসদা বলেন, “বিরোধীরা সমর্থন করায় এ দিন সুরুবালিদেবী নতুন প্রধান নির্বাচিত হন।” সিপিএমের বেলপাহাড়ি জোনাল-সম্পাদক উদ্ধব মাহাতোর বক্তব্য, “উন্নয়নের স্বার্থেই আমাদের সদস্যরা ক্ষমতাসীন দলের প্রার্থীকে সমর্থন করেছেন।” |
|
|
|
|
|