কংগ্রেস কর্মীর দেহ উদ্ধারের দাবি, ক্ষোভ |
‘নিখোঁজ’ কংগ্রেস কর্মীর দেহ উদ্ধারের দাবিতে মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত কাটোয়ার নজরুল মঞ্চে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করল কংগ্রেস। মঙ্গলবার বিকেলেই কাটোয়ার কৈথন গ্রামের উত্তর মাঠে একটি বস্তা থেকে হাড়গোড় উদ্ধার করে পুলিশ। কংগ্রেসের দাবি, তাঁদের কর্মীকে খুন করে বস্তায় ভরে পুঁতে ফেলা হয়েছিল। গত বছর ২৫ অগষ্ট সন্ধ্যাতে নিখোঁজ হন কাটোয়ার গুশুম্বা গ্রামের নিমাই সাহা। পুলিশ জানিয়েছিল, তাঁকে খুন করে দেহ লোপাট করে দেওয়া হয়েছে। এই ঘটনায় কংগ্রেস সিপিএমের দিকে আঙুল তুলেছিল। পরের দিনই পাল্টা খুন হন সিপিএমের এক কর্মীও। এ দিন কংগ্রেসের নেতা ও কর্মীরা দাবি করেন, বছর ঘুরতে চলল অথচ খুনের কিনারা হয়নি। দেহও পাওয়া যায়নি। একইসঙ্গে কাটোয়া মহকুমার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়েও পুলিশের বিরুদ্ধে সরব হন তাঁরা। পুলিশ জানায়, হাড়গোড়গুলি পরীক্ষা করলেই বোঝা যাবে তা নিমাই সাহার কিনা।
|
কেন্দ্রীয় সরকারের আনা নতুন ‘হায়ার এডুকেশন রিসার্চ বিল-২০১১’য়ে বলা হয়েছে, বিদেশ থেকে আইনজীবীরা ভারতের যে কোনও আদালতে এসে আইন ব্যবসা করতে পারবেন। তাতে বার কাউন্সিলের অনুমোদনের কোনও প্রয়োজন নেই। এর প্রতিবাদে আজ ও আগামীকাল বৃহস্পতিবার জজ আদালত বয়কট করবেন আইনজীবীরা। বর্ধমান বার কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, অল ইন্ডিয়া বার কাউন্সিলের চেয়ারম্যান মাম্মান কুমার মিশ্রের নির্দেশে এই সিদ্ধান্ত হয়েছে। বার কাউন্সিলের সহ-সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, “বিলে বারের মর্যাদাহানি হয়েছে। এই ধরনের পাঁচটি ‘কালা বিলে’র বিরুদ্ধে আমরা বর্ধমান-সহ দেশের সমস্ত জেলা জজ আদালত বয়কটি করছি।”
|
জামিন হল না বর্ধমানের হোটেল ব্যবসায়ী ইয়াকুব হোসেন ওরফে ডালুর। মঙ্গলবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ওই ব্যবসায়ীকে আদালতে হাজির করানো হয়। সিজেএম ইয়াসমিন আহমেদ ওই ব্যবসায়ীর জামিনের আবেদন না-মঞ্জুর করে তাঁকে ১৩ জুলাই পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন। বর্ধমান শহর মহিলা কংগ্রেসের সভা নেত্রী শংকরী দের বাড়িতে ঢুকে হামলার দায়ে গত ৩০ জুন পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে। থানার লক আপে অসুস্থ হয়ে পড়ায় ইয়াকুবকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্ধমান থানা সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সাল থেকে জিটিরোডের একটি হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগে এই ব্যবসায়ির বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে।
|
অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি |
বিভিন্ন দাবি নিয়ে মঙ্গলবার মহকুমাশাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন সিটুর রাজ্য আইসিডিএস সমিতির কর্মীরা। তাঁদের দাবি, ডিম, সব্জি ও জ্বালানির জন্য বরাদ্দ টাকা বাড়াতে হবে। বাড়াতে হবে অঙ্গনওয়াড়ি উপভোক্তাদের পুষ্টির জন্য বরাদ্দ টাকাও। এছাড়া পরিকাঠামোর উন্নয়ন-সহ আরও নানা সমস্যার কথাও বলেন তাঁরা।
|
শতবর্ষ প্রাচীন কাঞ্চননগর দীননাথ দাস উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক চালু হল মঙ্গলবার। বিজ্ঞান ও কলা বিভাগ দিয়ে পঠনপাঠন শুরু হয়েছে। ছিলেন কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়।
|
গ্রামীন ব্যাঙ্কের তরফে জেলার প্রথম ঋণদান শিবির হল বর্ধমানের টাউনহলে। জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা জানান, ২৮০০ কৃষককে প্রায় ২৭ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। অন্যান্য ব্যাঙ্কগুলিকে অগষ্টের মধ্যে ঋণ শিবির করবে। |