অবশেষে টনক নড়ল কেন্দ্র ও রাজ্য সরকারের। জলদাপাড়া সংলগ্ন মাদারিহাট থেকে হাসিমারা পর্যন্ত ৩১সি জাতীয় সড়কের হাল দেখে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জে এন পটেল সম্প্রতি এতটাই ক্ষুব্ধ হন যে, কলকাতায় ফিরে স্বতঃপ্রণোদিত হয়ে জনস্বার্থের মামলা করেন। এর পরেই জাতীয় সড়ক মেরামতের জন্য টাকার জোগাড় করতে গত সপ্তাহে দিল্লি ছোটেন পূর্তসচিব অজিতরঞ্জন বর্ধন। দিল্লি যান চিফ ইঞ্জিনিয়ার (জাতীয় সড়ক) বিবেক রাহাও। দরবারের পরে এত দিনে মাদারিহাট থেকে হাসিমারার ১৪ কিমি অংশে জাতীয় সড়কের মেরামতের জন্য ২৮ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। সোমবার মহাকরণে এ কথা জানান পূর্তসচিব।
কয়েকটি জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্যের। সেই টাকা মঞ্জুর করে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। রাজ্য সরকারি সূত্রে বলা হয়েছে, বেহাল ৩১ ও ৩১সি জাতীয় সড়ক সংস্কারের টাকা অনেক দিন ধরেই কেন্দ্র আটকে রেখেছিল। বারবার বলা সত্ত্বেও টাকা না মেলায় বাধ্য হয়ে পূর্তসচিব ও দফতরের ইঞ্জিনিয়ারদের দিল্লি গিয়ে তাগাদা দিতে হয়েছে। ৩১সি জাতীয় সড়কের পানিট্যাঙ্কি-বাগডোগরা ১৭ কিমি অংশ সংস্কারের জন্য ৩৬ কোটি টাকা এবং ৩১ নম্বর জাতীয় সড়কের ফালাকাটা-পুণ্ডিবাড়ি ২৩ কিমি ও অসম সীমানা সংলগ্ন ১৩ কিমি অংশ মেরামতের জন্য যথাক্রমে ৩২ ও ৬ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র। পানাগড় বাজারের কাছে ২ নম্বর জাতীয় সড়কে ৩ কিমি অংশ সংস্কারেও ২ কোটি টাকা মঞ্জুর করতে রাজি দিল্লি। দার্জিলিং যাতায়াতের প্রধান সড়ক হিলকার্ট রোডে ধস সরানোর ব্যপারে পূর্তমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদারের সঙ্গে কথা বলতে চলতি সপ্তাহে কলকাতায় আসছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের ডিজি। |