|
|
|
|
ওভারব্রিজের দাবি, ভোগপুরে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ভোগপুর স্টেশনে ওভারব্রিজ নির্মাণের দাবিতে আন্দালনে নামলেন স্থানীয় বাসিন্দারা। ভোগপুর লেভেল ক্রসিং নির্মাণ ও উন্নয়ন কমিটির ব্যানারে সোমবার সকালে স্টেশন ম্যানেজারের দফতরে অবস্থান-বিক্ষোভ করেন তাঁরা। স্টেশন ম্যানেজারকে স্মারকলিপিও দেন।
দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখায় মেচেদা ও পাঁশকুড়ার মাঝে ভোগপুর রেলস্টেশন দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। স্টেশনের পাশেই ভোগপুর হাইস্কুল। ওভারব্রিজ না থাকায় রেললাইন পার হতে খুবই অসুবিধা হয়। গাড়ি পারাপারের সুযোগ না থাকায় সমস্যা আরও বাড়ে।
ভোগপুর লেভেল ক্রসিং নির্মাণ ও উন্নয়ন কমিটির সভাপতি আশুতোষ মান্না ও সম্পাদক চন্দন সামন্ত জানান, এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি মেনে বছর দু’য়েক আগে স্টেশনের কাছে একটি ওভারব্রিজ তৈরির পরিকল্পনা নিয়েছিল রেল দফতর। সেই মতো মাটি খোঁড়ার কাজও চলে। কিন্তু তারপর আর কাজ এগোয়নি। সম্প্রতি ওই গতর্র্ বুজিয়ে ফেলায় ওভারব্রিজ তৈরির কাজ আদপে আর হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কমিটির তরফে এ দিন দাবি করা হয়, গাড়ি পারাপার করা যাবে এমন ওভারব্রিজ নির্মাণ করতে হবে। এ ছাড়া স্টেশনের দু’পাশে পাকা রাস্তা বানাতে হবে।
রেল সূত্রে জানা গিয়েছে, ওই ওভারব্রিজ নির্মাণের জন্য দু’দফায় ঠিকাদার নিয়োগ হয়েছিল। প্রথম জন বাজেট কম বলে কাজ করেনি। দ্বিতীয় জনও একই অজুহাতে মাটি খোঁড়ার পরে কাজ বন্ধ করে দিয়েছে। গর্তে পড়ে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে সম্প্রতি মাটি দিয়ে তা বুজিয়ে দেওয়া হয়। রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা এসে ফের সরেজামিন পরিদর্শন করে যান। গাড়ি পারাপারের জন্য আরও চওড়া ওভারব্রিজের পরিকল্পনা করা হচ্ছে বলে রেল দফতর সূত্রে খবর। |
|
|
|
|
|