টুকরো খবর |
যুবসম্মেলনে অভ্যর্থনা সমিতির প্রধান অন্তরা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ডিওয়াইএফের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনের অভ্যর্থনা সমিতির সভাপতি হলেন জেলা পরিষদের সিপিএম সভাধিপতি অন্তরা ভট্টাচার্য। সিপিএমের শহর জোনাল সম্পাদক কীর্তি দে বক্সী হলেন কার্যকরী সভাপতি। সোমবার সন্ধ্যায় যুব-সংগঠনের সভায় এই সিদ্ধান্ত হয়। আগামী ১১-১৩ অগস্ট মেদিনীপুর শহরের জেলা-পরিষদ হলে অনুষ্ঠিত হবে জেলা সম্মেলন। দলের বাইরে বিশিষ্টদের মধ্যে থেকে অভ্যর্থনা সমিতি গঠনের চেষ্টা হলেও ‘পরিবর্তিত রাজ্যপাটে’ ডিওয়াইএফের অনেক শুভানুধ্যায়ী প্রকাশ্যে আসতে চাননি বলে সাংগঠনিক-সূত্রের খবর। |
বধূ খুনের নালিশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুড়ে মারা গেলেন এক বধূ। বয়স মাত্র ২০। ন’মাসের এক সন্তানেরও মা। পিংলার ক্ষীরাই গ্রামে মৃতার নাম সানোয়ারা বিবি। রবিবার রাতে দগ্ধ অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছিল। সোমবার দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়। শ্বশুরবাড়ির লোক গায়ে আগুন দিয়ে দেয় বলে অভিযোগ মৃতার বাপেরবাড়ির লোকজনের। সোমবার সন্ধে পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বছর দু’য়েক আগে পিংলারই দক্ষিণবস্তির সানোয়ারার বিয়ে হয় ক্ষীরাইয়ের মতিবুল রহমানের সঙ্গে। |
শিল্পীর স্মরণসভা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সম্প্রতি খড়্গপুরের খরিদায় বিশিষ্ট গিটারশিল্পী ও শিক্ষক দিলীপকুমার কুণ্ডুর স্মরণসভা করল ‘স্বরলিপি’। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুমিতা কুণ্ডু। প্রয়াত শিল্পীর স্মৃতিচারণা করেন নন্দদুলাল রায়চৌধুরী, গৌরহরি পাল, বাসুদেব ঘোষ, আদিত্য মাল। আবৃত্তি করেন কুমকুম বন্দ্যোপাধ্যায়। সঙ্গীতে দেবাশিস চক্রবর্তী, রুমা মজুমদার, রত্না বসু ও সুমিতা কুণ্ডু। সঞ্চালনায় ছিলেন ইন্দ্রনীল কুলাভি। |
বোমা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
সোমবার চন্দ্রকোনার বালা গ্রামে ৩টি বোমা পড়ে থাকতে দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করে। তদন্ত শুরু হয়েছে। এ দিন সকালে গুরুপদ পালের বাড়ির অদূরে খড়ের গাদার সামনে বোমাগুলি পড়ে থাকতে দেখে পুলিশকে জানান গ্রামবাসীরা। |
|