টুকরো খবর
কাজ দমদমে, কাল বাতিল ১৪৬টি ট্রেন
একই সঙ্গে ওভারহেড তারে বিদ্যুৎ সরবরাহ এবং নীচে লাইন বন্ধ রেখে কাজ হবে। তাই কাল, রবিবার সকাল থেকে টানা ২০ ঘণ্টা দমদম স্টেশনের একাংশ (৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম) বন্ধ থাকবে। ফলে শিয়ালদহ মেন শাখায় ব্যাহত হবে ট্রেন চলাচল। সারা ক্ষণ ভিড়ে ঠাসা ওই শাখার যাত্রীদের ভোগান্তি হবেই। তবু যাত্রীদের কাছে খুশি খবর একটাই, শীঘ্রই যাতে ১২ কামরার ট্রেন চালানো যায়, সেই জন্যই ওই লাইন ‘ব্লক’ নেওয়া হচ্ছে। রেলের পরিভাষায় ‘ব্লক’ বলতে বোঝায়, ওভারহেডে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সঙ্গে সঙ্গে ট্রেনও বন্ধ রেখে লাইনে কাজ করা। পূর্ব রেল সূত্রের খবর, ১২ কামরার ট্রেন চালাতে গেলে দমদম স্টেশনে লাইনের নকশা ও ক্রসিং পয়েন্ট পাল্টানো দরকার। সেই জন্যই দমদমে রবিবার সকাল সাড়ে ৭টা থেকে ২০ ঘণ্টার ‘পাওয়ার ও ট্রাফিক’ ব্লক নেওয়া হয়েছে। ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন বন্ধ থাকবে রবিবার রাত সাড়ে ৩টে পর্যন্ত। রবিবার ছুটি বলে এমনিতেই অনেক লোকাল ট্রেন বাতিল করে দেয় রেল। সেই সঙ্গে কাজ চলবে বলে ওই দিন মোট ১৪৬টি ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেল জানায়, দমদম দিয়ে ৪১৩টি লোকাল ট্রেন চলাচল করে। যে-সব ট্রেন বাতিল করা হয়েছে, তার মধ্যে আছে ন’জোড়া ব্যারাকপুর, ১২ জোড়া নৈহাটি, চার জোড়া কল্যাণী সীমান্ত, আট জোড়া ডানকুনি, তিন জোড়া হাসনাবাদ, চার জোড়া হাবরা, আটটি আপ ও পাঁচটি ডাউন বারাসত, সাত জোড়া দত্তপুকুর, ১০টি আপ ও ১২টি ডাউন বনগাঁ, দু’জোড়া গোবরডাঙা, এক জোড়া ঠাকুরনগর লোকাল প্রভৃতি।

মোনোরেল চালাতে প্রস্তাব
সল্টলেক ও রাজারহাট-নিউ টাউনে মোনোরেল চালাতে কেন্দ্রের কাছে প্রস্তাব দিল রাজ্য সরকার। কলকাতায় কোথায় মোনোরেল চালানো সম্ভব, খতিয়ে দেখতে সম্প্রতি রাজ্যকে নির্দেশ দেয় নগরোন্নয়ন মন্ত্রক। শুক্রবার বিষয়টি নিয়ে মন্ত্রকের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, সল্টলেকের যে সব প্রান্ত মেট্রো পরিষেবার বাইরে থাকছে সেই এলাকা-সহ রাজারহাট ও নিউ টাউনে মোনোরেল চালু হোক। রাজ্যের যুক্তি, নিউ টাউনে পরিবহণ সমস্যা মেটাতে মোনোরেল পরিষেবা আনা হোক। ভবিষ্যতে এটিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সঙ্গে জোড়ার কথা ভাবছে রাজ্য। ফিরহাদ বলেন, “কেন্দ্রকে প্রস্তাব জমা দিয়েছি। প্রকল্প বাস্তবায়িত করা সম্ভব কি না খতিয়ে দেখতে আগামী মাসে নগরোন্নয়ন মন্ত্রকের একটি দল কলকাতায় আসবে। তার পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।” এ ছাড়া, সম্প্রতি কেন্দ্র রাজ্যের কাছে জানতে চেয়েছিল পরিবেশবান্ধব যান হিসেবে ট্রামকে নতুন করে চালানো সম্ভব কি না। বৈঠকে রাজ্যের তরফে জানানো হয়েছে, কলকাতায় রাস্তা কম। ট্রাম চালালে যানজট বাড়ে। তবে ট্রামের হেরিটেজ মর্যাদার কথা ভেবে নগরোন্নয়ন দফতর জানিয়েছে, ময়দান সংলগ্ন এলাকায় এই পরিষেবা চালু রাখতে কোনও আপত্তি নেই রাজ্যের।

ফের বিভ্রাট মেট্রো পরিষেবায়
পার্ক স্ট্রিট স্টেশনে সিগন্যালের ‘ট্র্যাক সার্কিট’ খারাপ হয়ে যাওয়ায় শুক্রবার দুপুরে প্রায় সওয়া ঘণ্টা বিপর্যস্ত হল মেট্রো চলাচল। এর ফলে ওই সময়ে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত প্রতিটি ট্রেনই ৫ থেকে ৭ মিনিট করে দেরিতে চলেছে। মেট্রোর মুখপাত্র প্রত্যুষ ঘোষ বলেন, “বিকেল পৌনে তিনটে নাগাদ পার্ক স্ট্রিট স্টেশনে সিগন্যালের ট্র্যাক সার্কিট খারাপ হয়ে যায়। মেরামতি করার সময়ে কাগজে কলমে সিগন্যাল দিতে হয়েছে। তাতেই ডাউন ট্রেনগুলির চলাচলে ওই দেরি।” ডাউন ট্রেনগুলি দেরি করায় আপ ট্রেনও ওই সময়ে দেরিতে চলেছে। ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.