টুকরো খবর
জেঠা ‘নির্দোষ’, দাবি খনি থেকে বেঁচে ফেরা চিন্টুর
খনিগর্ভে সাত দিন কাটিয়ে বেঁচে ফিরে খুনের চেষ্টায় অভিযুক্ত জ্যাঠার পক্ষেই দাঁড়াল রানিগঞ্জের চিন্টু গোপ। তার দাবি, যে তাকে খনিতে ঠেলে ফেলেছিল সেই মনু গোপই পুরনো রাগের প্রতিশোধ নিতে তার জ্যাঠার নাম জড়িয়ে দিয়েছে। শুক্রবার আসানসোল মহকুমা হাসপাতালে শুয়ে চিন্টু বলে, “পুলিশ জ্যাঠার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমার মায়ের সঙ্গে জ্যাঠার ‘সম্পর্ক’ ছিল এবং আমি কিছু দেখে ফেলাতেই আমাকে মেরে ফেলতে চেয়েছিল, এমন কথাও রটেছে। জ্যাঠাকে জব্দ করতে মনুদাই এ সব গল্প ফাঁদছে।” গত ২৮ জুন মনু এবং তার এক সঙ্গী (এখনও অধরা) চিন্টুকে পরিত্যক্ত কয়লাখনিতে ঠেলে ফেলে দেয় বলে অভিযোগ। সেই অবস্থায় প্রায় অলৌকিক ভাবে সাত দিন বেঁচে থাকার পরে বৃহস্পতিবার ভোরে পুলিশ ও দমকল তাকে উদ্ধার করে। খুনের ষড়যন্ত্রের অভিযোগে সে দিনই তার জ্যাঠা তারকনাথ গোপকে গ্রেফতার করা হয়। এ দিন আদালতে তোলা হলে তাঁকে ছ’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের দাবি, চিন্টুকে খুন করার জন্য তারকবাবুই তাকে ১০ হাজার টাকা দিয়েছিলেন বলে মনু জেরায় জানিয়েছে। কিন্তু পরিবারের দাবি, পুরোটাই মনুর ‘চক্রান্ত’। চিন্টুর কথায়, “জ্যাঠা বিয়ে করেননি। আমাদের তিন ভাইবোনই তাঁর আদরের। মাধ্যমিকে ফেল করে আমি পড়া ছেড়ে দিয়েছিলাম। জ্যাঠাই জোর করে দু’মাস আগে টিউশনে ভর্তি করে দিয়েছেন। কিন্তু পুলিশ তো আমায় কিছু জিজ্ঞাসাই করছে না!”

আদালত থেকে চুরি ল্যাপটপ
আসানসোল আদালতে চতুর্থ বিচার বিভাগীয় বিচারকের চেম্বার থেকে বিভাগের একটি ল্যাপটপ চুরি করে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার দুপুর ৩ টে নাগাদ এই ঘটনা ঘটে। আসানসোল দক্ষিণ থানায় এ দিন অভিযোগ দায়ের করেন বিচারক এসকে শর্মা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের তিন তলার উপরে ওই বিচারকের নিজস্ব চেম্বার। দুপুরে নিজের চেম্বারে ল্যাপটপটি রেখে তিনি এজলাসে মামলা শুনেতে যান। ঘন্টা দেড়েক পরে ফিরে এসে দেখেন ল্যাপটপটি তাঁর চেম্বারে নেই। এর পরেই আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, আদালত চত্বরটি এমনিতেই পুলিশি নিরাপত্তায় মোড়া থাকে। এছাড়া বিচারকের চেম্বারের সামনেও পুলিশি প্রহরা থাকে। তা সত্ত্বেও এ ধরণের চুরির ঘটনা ঘটল কীভাবে, তা ভেবে কুল পাচ্ছেন না আদালতের কর্মীরা। খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুই গোয়েন্দা অফিসার ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করেন। এডিসিপি (সেন্ট্রাল) সুরেশ কুমার জানিয়েছেন, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

কর্মরত শ্রমিক জখম, দাবি ক্ষতিপূরণের
কর্মরত অবস্থায় দুর্ঘটনায় জখম এক শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। কুলটিতে ডিসেরগড় পাওয়ার সাপ্লাই কর্পোরেশনের একটি তাপ বিদ্যুৎ কেন্দ্রে ওই ঘটনা ঘটে। কারখানা সূত্রে জানা গিয়েছে, বিদ্যুতের কেব্লে কাজ করার সময়ে হঠাৎ সেটি বাস্ট করে। তাতেই আহত হন ওই শ্রমিক। কর্মীদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতেই ঘটনাটির জন্য দায়ী। আইএনটিটিইউসির নেতা চন্ডী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কর্তৃপক্ষকে ঘেরাও করে বিক্ষোভ শুরু হয়। তাঁদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীকে শাস্তি দিতে হবে ও জখম শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কর্তৃপক্ষের তরফে ওই শ্রমিককে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয় এবং শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়।

প্রাক্তন শ্রমিক নেতা প্রয়াত
প্রয়াত হলেন এক সময়ে সিপিএমের প্রভাবশালী নেতা স্বরূপ রায়চৌধুরী। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১১টা নাগাদ আসানসোল ডিপোপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এর পর মৃতদেহ নিয়ে আসা হয় আসানসোল নিউ আপার চেলিডাঙায় তাঁর বাসভবনের সামনে। উপস্থিত ছিলেন আসানসোলের ডেপুটি মেয়র অমর চট্টোপাধ্যায়। শ্রদ্ধা জানাতে আসেন, সিপিএমের আসানসোল জোনাল কমিটির সম্পাদক পার্থ মুখোপাধ্যায়, প্রাক্তন মেয়র তাপস রায়, স্বরূপবাবুর দাদা তথা প্রাক্তন সিপিএম বিধায়ক গৌতম রায়চৌধুরী ও সাধারণ মানুষজন। সিপিএম সূত্রে জানা গিয়েছে, স্বরূপবাবু এক সময়ে এসএফআই, ডিওয়াইএফ ও সিটু অনুমোদিত বাস পরিবহন কর্মী সংগঠনের নেতৃত্বে ছিলেন। পরে শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁকে পার্টি থেকে বহিষ্কার করা হয়।

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুরের সিধো-কানহু স্টেডিয়ামের পাশের রাস্তা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পার্থ এক সময়ে কয়লা মাফিয়া রাজু ঝায়ের ঘনিষ্ঠ ছিলেন বলে পুলিশ সূত্রে খবর।

বাড়িতে চুরি
চুরির ঘটনা ঘটল কোকওভেন থানার রায়ডাঙ্গায়। বৃহস্পতিবার রাতে ওই বাড়ির ভাড়াটে সুবোধ দত্ত ঘুমিয়ে ছিলেন। পাশের ঘরে চোর ঢুকে আলমারি ভেঙে সোনার গয়না নিয়ে যায় বলে দাবি করেন তিনি। চুরি গিয়েছে মোবাইল ফোনও। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

শ্যামাপ্রসাদের জন্মদিন
আসানসোল শিল্পাঞ্চলে পালিত হল ড: শ্যামাপ্রাসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। শুক্রবার শ্যামাপ্রসাদ স্মারক সমিতির উদ্যোগে মূল অনুষ্ঠান হয় বার্নপুরে। আসানসোল, জামুড়িয়াতেও দিনটি যথাযথ মর্যাদায় পালন করে বিজেপি। তাঁর প্রতিকৃতিতে মাল্য দান ও স্মারক বক্তৃতা রাখা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.