টুকরো খবর |
অস্বাভাবিক মৃত্যু যুবতীর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক যুবতীর অস্বাভাবিক মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে গড়বেতায়। মৃতের নাম বকুল পসারি (২৩)। গড়বেতারই পানিকোটর গ্রামে বাড়ি। মঙ্গলবার রাত থেকেই ওই যুবতীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে গড়বেতা বাসস্ট্যান্ডের কাছ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতার কাছে একটি বিষের শিশি পাওয়া গিয়েছে। অনুমান, অবসাদে ওই যুবতী বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ২০০৮ সালে বকুল গ্র্যাজুয়েট হন। কয়েকজন পরিচিত বন্ধু চাকরি পেলেও তিনি পাননি। গরিব পরিবারের জন্ম বকুলের মা মানসিক ভাবে অসুস্থ। বাড়ি থেকে বকুলের বিয়ে দেওয়ারও চেষ্টা চলছিল। কয়েক বার দেখাশোনার পরেও বিয়ে ঠিক হয়নি। নানা বিষয়ে ভাবতে ভাবতেই বকুল মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। এই সব কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের অনুমান। |
চুরি যাওয়া পাম্প-সহ ৩ যুবক গ্রেফতার শহরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চুরি যাওয়া ৩টি স্যালো মেশিন-সহ ৩ যুবককে গ্রেফতার করল মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। বুধবার দুপুরে মেদিনীপুর সদর ব্লকে খয়েরুল্লাচক-সংলগ্ন ভগবতীচক থেকে তাদের ধরা হয়। জানা গিয়েছে, শালবনি থানা এলাকা থেকে কয়েক মাসে কয়েকটি স্যালো মেশিন চুরি গিয়েছে। পুলিশের কাছে অভিযোগও জমা পড়ে। মেদিনীপুরের বিভিন্ন এলাকায় একটি দুষ্টচক্র ‘সক্রিয়’ বলে অভিযোগ। পুলিশ জানতে পারে, চুরি যাওয়া কয়েকটি স্যালো মেশিন ভগবতীচকে রয়েছে। এলাকায় তল্লাশি চালায় পুলিশ। হাতেনাতে ৩ যুবককে গ্রেফতার করা হয়। সঙ্গে ৩টি স্যালো মেশিনও উদ্ধার হয়। ধৃত যুবকদের সঙ্গে আর কাদের যোগাযোগ রয়েছে, তদন্তে তা খতিয়ে দেখছে পুলিশ। |
বিজেপির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
আইআইটির ছাত্রছাত্রী ও কর্মীরা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছেন, এমন অভিযোগে সরব হল বিজেপি’র খড়্গপুর শাখা। বুধবার খড়্গপুর শহরে এক সাংবাদিক সম্মেলনে দলের পক্ষে জানানো হয়, খড়্গপুর আইআইটির বহু ছাত্রছাত্রী, আবাসনের কর্মীরা বিভিন্ন দিক থেকে বঞ্চিত। কর্মীদের বেতন, পিএফ-সহ নানা সুযোগের বিষয়ে আইআইটি কর্তৃপক্ষ উদাসীন বলেও অভিযোগ করেন তাঁরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেমচাঁদ ঝা, প্রদীপ পট্টনায়ক প্রমুখ। |
|