ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের নয়ানজুলিতে উল্টে পড়ল ডাম্পার। সেটির ধাক্কায় পড়ে যান পথচারী এক মহিলাও। পুলিশ জানায়, মৃত্যু হয়েছে কৃষ্ণা জানা (৪৫) নামে ওই মহিলার। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের বৈদ্যবাটি-তারকেশ্বর রোডের দিয়াড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন তারকেশ্বরগামী একটি ডাম্পার বৈদ্যবাটি-তারকেশ্বর রাস্তা ধরে যাওয়ার সময়ে দিয়াড়ার কাছে একটি ট্রাককে ওভারটেক করতে যায়। তারই জেরে এ দিনের দুর্ঘটনা। ট্রাকের পিছনের দিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ডাম্পারটি। সেটি উল্টে পড়ে নয়ানজুলিতে। সে সময়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরার দ্বারিকাপুর গ্রাম থেকে আসা কয়েকজন তীর্থযাত্রী তারকেশ্বরের মন্দিরে যাচ্ছিলেন। কৃষ্ণাদেবীও ডাম্পারের ধাক্কায় পড়ে যান ওই নয়ানজুলিতে। ওই মহিলাকে সিঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ট্রাকের আরোহী এক ব্যক্তিও জখম হয়েছেন। জখম হয়েছেন আরও এক তীর্থযাত্রী। তাঁদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ। ডাম্পারটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। তার খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।
|
‘প্রেমিকের’ সঙ্গে যোগসাজশ করে প্রৌঢ় স্বামীকে খুনের অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। মহিলার ‘প্রেমিক’ পলাতক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের চুনাইট গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম ধীরেন মালিক (৫০)। তাঁর ভাই দশরথ মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে ধীরেনবাবুর স্ত্রী মিনা মালিককে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে গ্রামে একাধিক বার আলোচনায় বসেছেন প্রতিবেশীরা। মাস কয়েক আগে মারধর খান ‘প্রেমিক’ দশরথ সিংহ। মঙ্গলবার রাত ১০টা বেজে গেলেও ধীরেনবাবু বাড়ি না ফেরায় আত্মীয়েরা খোঁজাখুঁজি শুরু করেন। দেখা যায়, বাড়ির কাছেই একটি পুকুরে ভাসছে ওই প্রৌঢ়ের দেহ। তাঁর ভাই দশরথবাবুর দাবি, দাদার গোপনাঙ্গে ক্ষতচিহ্ন আছে। সারা শরীরেও একাধিক আঘাতের চিহ্ন। বউদি এবং তাঁর প্রেমিক মিলে দাদাকে পিটিয়ে মেরে পুকুরে ফেলে দিয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। দশরথ এবং মিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন থানায়। মহিলার অবশ্য দাবি, এই ঘটনায় তিনি কোনও ভাবে জড়িত নন। পুলিশ খুঁজছে তাঁর ‘প্রেমিককে’। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য।
|
আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের নাম মিঠুন দত্ত ওরফে পুকাই এবং গৌতম দাস। মঙ্গলবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে ওই দু’জনকে ধরে উত্তরপাড়ার পুলিশ। একটি পাইপগান ও দু’রাউন্ড গুলি, দুটি মোবাইল এবং একটি মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই দু’জন ঠিক কি কারণে জড়ো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তদন্তকারী অফিসারেরা।
|
পূর্ব রেলের হাওড়া-বর্ধমান কর্ডলাইনে ২৮টি ছোট-বড় স্টেশন আছে। দিন দিন যাত্রী বেড়েই চলেছে। অথচ, বারো বগির ট্রেন এই লাইনে বেড়েছে হাতেগোনা। ফলে যাত্রীদের সমস্যা কমেনি। বারো বগির ট্রেনগুলিকে কামারকুণ্ডু স্টেশনে দু’বার থামতে হয়। সমস্ত শাখায় গ্যালপিং ট্রেন বাড়লেও এই লাইনে তা বাড়েনি। বিষয়গুলির দিকে পূর্ব রেল কর্তৃপক্ষ নজর দিলে যাত্রীরা উপকৃত হবেন।
লক্ষ্মণ সাঁতরা। দাদপুর, হুগলি। |
রবীন্দ্রমঞ্চ ভদ্রেশ্বরের একমাত্র বড় প্রেক্ষাগৃহ। বছরের নানা সময়ে এখানে প্রচুর অনুষ্ঠান হয়। কিন্তু প্রেক্ষাগৃহটির পরিকাঠামো খুবই খারাপ। যে কোনও অংশ ভেঙে পড়লেও অবাক হওয়ার কিছু নেই। বৃষ্টি পড়লে আবার মূল মঞ্চে জল পড়ে। রবীন্দ্রভবনের সংস্কার সংস্কৃতিপ্রেমী মানুষের স্বার্থে খুবই জরুরি। চাঁপদানি পুরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে নজর দিন।
কালীশঙ্কর মিত্র। জগদ্ধাত্রীতলা রোড, ভদ্রেশ্বর। হুগলি। |