১০০ দিন প্রকল্পে রাস্তা সংস্কারে উপকরনের যোগান দিয়েও ঠিকাদাররা প্রাপ্য টাকা পাচ্ছেন না। এমনই অভিযোগ মুরারই ২ ব্লকের পাইকর ১ পঞ্চায়েতের ওই সমস্ত ঠিকাদারদের। তাঁদের আরও অভিযোগ, পঞ্চায়েত প্রধান জোর খাটিয়ে তাঁদের প্রাপ্য টাকা আটকে রেখেছেন। এ ব্যাপারে তাঁরা বিডিও, পঞ্চায়েত মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন। প্রধান ফরওয়ার্ড ব্লকের হাসমাইল মণ্ডল বলেন, “আগের প্রধান কৃষ্ণা ধরের সময়ে ঠিকাদারদের কী ভাবে কাজের নির্দেশ দেওয়া হয়েছিল জানা নেই।” তাঁর দাবি, “পঞ্চায়েতে ওয়ার্ক অর্ডারের কাগজপত্র নেই, অর্থের স্থায়ী কমিটির সভা ও সাধারণ সভায় ওই কাজের কোনও অনুমোদন করা হয়নি। শুধু তাই নয় মীরপুর ও কাশিমনগর সংসদের গ্রামবাসীরা এলাকার রাস্তায় মোরাম পড়েনি বলে বিডিও এবং পঞ্চায়েতে জানিয়েছেন।” বিডিও অরূপ দত্ত বলেন, “ব্লক অফিসের কর্মীদের দিয়ে কাজের পরিমাপ করা হয়েছে। কাজের পরিমান অনুযায়ী প্রাপ্য টাকা দিতে প্রধানকে বলেছি।” অন্য দিকে, প্রকল্পের জেলা আধিকারিক সুপ্রিয় অধিকারী বলেন, “এই প্রকল্পে শুধু ঠিকাদারদের দিয়ে কাজ করার আইন নেই। উপকরন যোগান দেওয়ার জন্য তারা কিছু ক্ষেত্রে যুক্ত হয়। এ ক্ষেত্রে কী হয়েছে খোঁজ নেব।”
|
জেলার অন্যান্য ব্লকের ইমামরা সরকার নির্ধারিত ভাতা পাচ্ছেন। অথচ মুরারই ২ ব্লকের ইমামরা সেই টাকা পাচ্ছেন। তাই কাশিমনগর, কামারখুর, পাইকর, মিত্রপুর-সহ বিভিন্ন গ্রামের ৫০ জন ইমাম বুধবার বিডিও-র দ্বারস্থ হন। বিডিও অরূপ দত্ত বলেন, “এ দিন ব্লকে উন্নয়ন নিয়ে সভা ডাকা হয়েছিল। তাই তাঁদের দাবি নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। তবে ভাতা পেতে গেলে যে পদ্ধতি আছে তাতে ত্রুটি থাকায় তাঁদের আবেদন বাতিল হয়ে যায় বলে জানানো হয়েছে। কী ভাবে নতুন করে আবেদন করা যাবে তা তাঁদের বলে দেওয়া হয়েছে।”
|
মহম্মদবাজার ব্লক এলাকার পড়ুয়াদের কথা ভেবে ওই ব্লকে কলেজ স্থাপনের দাবি জানালেন সিপিএম বিধায়ক ধীরেন বাগদি। তিনি বলেন, “সাঁইথিয়া বিধানসভাকেন্দ্রের ওই ব্লকে প্রায় ৫০ শতাংশ মানুষ তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের। লাগোয়া ঝাড়খণ্ড সীমান্ত এলাকার ছাত্রছাত্রীদের কলেজে পড়ার জন্য ১৫-২০ কিমি দূরে যেতে হয়। তাই এলাকায় কলেজের জন্য বুধবার বিধানসভায় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।”
|
রাজ্যের অন্যান্য জেলার মতো বীরভূমেও দাম নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “বুধবার পুলিশের ডিআইবি সেকশনের কর্মীরা জেলার বিভিন্ন বাজারে নজরদারি চালিয়েছেন। আজ, বৃহস্পতিবার থেকে জেলা প্রশাসনের একটি দল বিভিন্ন বাজারে নজরদারি চালাবে।” ক্রেতা শিবু দত্ত, রতন দে সরকাররা বলেন, “অত্যন্ত নিম্নমানের লঙ্কা গত সোমবার ছিল কেজি প্রতি ১০০ টাকা। সেটাই বুধবার কিনতে হয়েছে ১২০-১৪০ টাকায়। পটল ১৫-২৫ টাকা থেকে বড়ে হয়েছে ৫০৬০ টাকা। ব্যতিক্রম শুধু মাছ ও ঝিঙের বাজারদর।”
|
সিউড়ির আবদারপুরে একটি গুদামের সামনে থেকে বুধবার এক কিশোরের দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, হেলু শেখ (১২) নামে ওই কিশোরের বাড়ি সদাইপুর থানার সাহাপুর গ্রামে। ওই কিশোরের দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। দেহটি ময়না-তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
|
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক কিশোরীর। পুলিশ জানায়, মৃতার নাম পূর্ণিমা প্রামাণিক (১৬)। বাড়ি রামপুরহাট থানার বেলিয়া গ্রামে। মঙ্গলবার রামপুরহাট হাসপাতালে তার মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারির কারণে ওই কিশোরী আত্মঘাতী হয়েছে। |