রাস্তা সংস্কারের দাবিতে ৫ ঘণ্টা অবরোধ |
রাস্তা সংস্কারের দাবিতে বুধবার প্রায় পাঁচ ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বারাবনি থানার লালগঞ্জ এলাকার বাসিন্দারা। অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যহত হলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিকাল ৫টা নাগাদ কন্যাপুর ফাঁড়ির পুলিশ গিয়ে অবরোধ তুললে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১১ টা থেকে বারাবনি ব্লক যুব তৃণমূল নেতা পাপ্পু উপাধ্যায়ের নেতৃত্বে লালগঞ্জ মোড় অবরোধ করেন এলাকার কয়েকশো বাসিন্দা। পাপ্পুবাবু বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ অবস্থায় রয়েছে। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। পূর্ত দফতরের কাছে একাধিকবার সংস্কারের দাবি জানিয়েছি। কোনও সুরাহা হয়নি। তাই অবরোধ করতে বাধ্য হয়েছি।” বিকেলে কন্যাপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকেরা অবরোধকারীদের আশ্বাস দেন পূর্ত দফতরের সঙ্গে কথা বলে দ্রুত রাস্তাটির সংস্কার করা হবে। এর পরে অবরোধ উঠে যায়। তবে বিক্ষুব্ধরা জানিয়েছেন, সাত দিনের মধ্যে কাজ শুরু না হলে ফের একই রাস্তা নেবেন তাঁরা। প্রতিদিন আসানসোল থেকে ওই রাস্তা ধরে রুনাকুড়া ঘাট পর্যন্ত প্রায় ২৫ টি যাত্রীবাহী বাস চলাচল করে। এ দিনের অবরোধের জেরে কোনও বাসই চলাচল করতে পারেনি। ফলে কর্মস্থলের উদ্দেশে বেরনো সাধারণ মানুষ রাস্তায় আটকে পড়েন। রাস্তার উপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হন তাঁরা। কেউ কেউ আবার বাড়িও ফিরে যান। সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ থাকলেও অবরোধকারীদের বারবার অনুরোধ করেও তোলা যায়নি।
|
অচেতন যাত্রী উদ্ধার ট্রেনে |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বুধবার দুপুরে ২ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুরের মুচিপাড়ার কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম কৌশল মিশ্র (৩৩)। স্থানীয় বাসিন্দা কৌশলবাবু এদিন সাইকেলে চড়ে জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন। পিছন থেকে একটি লরি এসে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
|
বুধবার সকালে কোকওভেন কলোনি থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মৃতের নাম রাহুল রায় (২০)। কোনও কারণে মানসিক অবসাদ থেকে ওই যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
|
স্টোভ ফেটে গুরুতর জখম অবস্থায় মৃত্যু হল এক কিশোরীর। পুলিশ জানায়, মৃতার নাম চন্দনা রায় (১৮)। তিনি দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা। মঙ্গলবার রাতে রান্না করার সময় স্টোভ ফেটে তিনি জখম হন।
|