টুকরো খবর |
বাগানে তিন কোটি বরাদ্দ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় চা বাগানের জমিতে বসবাসকারী মানুষদের কাছে পঞ্চায়েতি সুবিধা পৌঁছে দিতে পঞ্চায়েত দফতর তিন কোটি টাকা বরাদ্দ করল। মঙ্গলবার পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এ খবর জানান। তিনি বলেন, “যে হেতু চা বাগান এলাকা মূলত লিজ জমিতে গড়ে উঠেছে, তাই সেখানে বসবাসকারী প্রায় ৪৫ লক্ষ মানুষ পঞ্চায়েতের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন।” তিনি জানান, বাগানের জন্য লিজ নেওয়া যে জমিতে বাগান নেই, বাগানের প্রাক্তন ও বর্তমান কর্মী ও তাঁদের পরিবারবাস করেন সেই জমি সরকার ফিরিয়ে নিয়ে সেখানে পঞ্চায়েতের পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এ ব্যাপারে সচিব পর্যায়ের চার সদস্যের একটি কমিটি কাজ করছে। প্রাথমিক হিসাবে জলপাইগুড়ি ও দার্জিলিঙে প্রায় ১৫ হাজার একর জমিতে বাগান নেই, যদিও চা বাগান তৈরির জন্য ওই লিজ দেওয়া হয়ে ছিল। সেখানে মানুষ বসবাস করেন। সেই সব জায়গায় পঞ্চায়েত দফতর এবার পানীয় জল, রাস্তা, আলো, স্বাস্থ্য পরিষেবা এবং বাসস্থানের ব্যবস্থা করবে। ওই এলাকার বাসিন্দাদের ১০০ দিনের কাজের জন্য জব কার্ড দেওয়ার ব্যবস্থা হচ্ছে।
|
এক ধাপ এগোল ভবন তৈরির প্রক্রিয়া
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি পুরসভার নতুন ভবন তৈরির প্রক্রিয়া এক ধাপ এগোল। মঙ্গলবার ওই কাজের বরাত পেতে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই)-এ অংশ নেয় ৪ টি সংস্থা। তার মধ্যে ৩ টির প্রতিনিধিরা এ দিন পুরসভায় উপস্থিত ছিলেন। প্রস্তাবিত ভবন তৈরির কাজে তাদের পরিকল্পনা, খরচের দিকগুলি এ দিন ক্ষতিয়ে দেখে বিশেষজ্ঞ কমিটি। সেই মতো নির্দিষ্ট সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করতে আরও মাস খানেক লাগবে বলে জানিয়েছেন মেয়র গঙ্গোত্রী দত্ত। তিনি বলেন, “নতুন পুর ভবন তৈরির কাজ শীঘ্রই শুরু হবে। ইতিমধ্যেই ওই কাজের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব দফতর থেকে ২ কোটি টাকা বরাদ্দ করেছেন। বছর দেড়েকের মধ্যে নির্ধারিত সংস্থা কাজ শেষ করবে।” উল্লেখ্য প্রায় ২০ কোটি টাকা ব্যায়ে ৬ তলা নতুন পুর ভবন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
|
ক্রীড়া পত্রিকা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি মহকুমা খো খো অ্যাসোসিয়েশন প্রত্রিকা প্রকাশ করবে। মঙ্গলবার এ কথা জানান সংগঠন-সভাপতি নান্টু পাল। নাম ‘ক্রীড়াঙ্গন’। ৬ জুলাই তা প্রকাশ করা হবে। ‘পানুদত্ত মজুমদার স্মৃতি সব পেয়েছির আসর’-এর তরফে বিভিন্ন খেলাধূলায় বর্ষসেরা পুরস্কার প্রাপকদের নামও এ দিন জানানো হয়। |
|