জেলা স্কুলের ক্রীড়া সংস্থা পরিচালিত অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৭ সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন হল বোলপুরের বাঁধগোড়া কালীকৃষ্ণ হাইস্কুল। অনূর্ধ্ব ১৪’র খেলাটি ২৩ জুন বোলপুর টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যোগ দেয় দু’টি স্কুল। বোলপুর নীচুপট্টি নীরদবরণী হাইস্কুলকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাঁধগোড়া। অন্য দিকে, অনূর্ধ্ব ১৭’র খেলাটি একই মাঠে ২৫-২৭ জুন অনুষ্ঠিত হয়। ৬টি স্কুল যোগ দেয়। তার মধ্যে এই প্রতিযোগিতাতেও নীচুপট্টি নীরদবরণীকে সাডেন ডেথে হারায় বাঁধগোড়া। ৬-৭ জুলাই নদিয়াতে ওই কাপের আন্তঃ জেলা প্রতিযোগিতায় যোগ দেবে বাঁধগোড়া।
|
হুল দিবস উপলক্ষে রবিবার বরাবাজারের এটিএম গ্রাউন্ডে মহিলা ফুটবল দলের প্রতিযোগিতা হয়েছে। বরাবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রতিযোগিতায় মোট ১৭টি দল যোগ দিয়েছিল। চূড়ান্ত খেলায় বরাবাজার গার্লস স্কুলের কস্তুরবা বালিকা দল টাইব্রেকারে আমাগাড়া মহিলা ফুটবল দলকে ২-১ গোলে হারায়। উপস্থিত ছিলেন বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব নিয়োগী-সহ বিশিষ্টজনেরা।
|
রামপুরহাটে ফুটবল। —নিজস্ব চিত্র। |
রামপুরহাট ফুটবল কোচিং সেন্টার পরিচালিত ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতায় খরুণ স্পোর্টস্ অ্যাসোসিয়েশনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল সিউড়ির ভান্ডীরবন কোচিং ক্যাম্প। ভান্ডীরবন-এর রাজীব মাড্ডি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলায় হাজির ছিলেন রামপুরহাটের মহকুমাশাসক রত্নেশ্বর রায়। উদ্যোক্তারা জানান, ক্রীড়ানুরাগী চারুচন্দ্র রায়ের স্মৃতিতে ওই প্রতিযোগিতার আয়োজন করে। |