বিলেত থেকে গাড়ি চালিয়ে ভিয়েতনাম পাড়ি! তাও আবার শক্তিশালী স্টেশন ওয়াগনে নয়, চার দশকের পুরনো সেডান গাড়িতে। আসলে এই গাড়ির সঙ্গে বিস্তর আবেগ জড়িয়ে আছে যে। টোকিওর দুই ছাত্র, মাসাতাকা উসামি (২৫) ও নাগাই (২৩) ডাটসন ব্লু-বার্ড, পি-৬১০ গাড়ি চালিয়ে ইউরোপ ও এশিয়া সফর করতে বেরিয়েছেন।
প্রথমে জাপান থেকে জাহাজে চড়ে সেই গাড়ি ইংল্যান্ড পাড়ি দেয়। এরপর ৩১ জানুয়ারি সাউদাম্পটন থেকে যাত্রা শুরু করে ফ্রান্স, মোনাকো, ইতালি, গ্রিস, তুর্কি, ইরান, পাকিস্তান হয়ে মার্চ মাসে প্রথম পর্ব শেষ হয় দিল্লিতে। এরমধ্যে নাগাইয়ের বিশ্ববিদ্যালয়ের ছুটি শেষ হয়ে যাওয়ায় তিনি দেশে ফিরেছেন। মাস দুয়েক গাড়ি রাখা ছিল দিল্লির এক গ্যারাজে। আপাতত স্টিয়ারিং-এর ভার একা উসামির হাতে। কিন্তু এত দীর্ঘ, অজানা পথ পাড়ি দিতে ১৯৬৮ সালের গাড়ি নিলেন কেন? |
দুই বন্ধু, টোকিও বিশ্ববিদ্যালয় কার ক্লাবের সদস্য। সেই ক্লাবেরই প্রবীণতম সদস্য ৯৬ বছরের তেইচি হারা এই ডাটসন ব্লু-বার্ড গাড়ির নক্শা তৈরি করেন। আর যে গাড়ি নিয়ে তাঁদের অভিযান, সেই গাড়ি উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে পেয়েছেন নাগাই। তাই কেবল গাড়ি নয়, একটা আবেগ ও স্মৃতিকে সঙ্গে নিয়ে চলেছে দুই বন্ধু। দু’জনই চেয়েছিলেন, পথে জাপান সম্পর্কে দুই মহাদেশের বাসিন্দাদের জানাতে জানাতে আসবেন। সেক্ষেত্রে জাপানি ‘ভিনটেজ’ গাড়ি চোখ টানছেও বেশি। দিল্লি থেকে আগ্রা, কানপুর, বারানসী, পটনা, সিমরাহা, উত্তরবঙ্গ হয়ে শনিবার উসামি গুয়াহাটি পৌঁছন। সোমবার ফের গাড়ি ছোটালেন তিনি। গাড়ি চলল মণিপুরের দিকে। মায়ানমার, তাইল্যান্ড, কম্বোডিয়া হয়ে ভিয়েতনামের হো চি মিন শহরের উদ্দেশে। উসামি ও নাগাইয়ের আশা, অগস্ট মাসের মাঝামাঝি তাঁরা লক্ষ্যে পৌঁছে যাবেন। |