পরিশ্রুত পানীয় জলের প্রকল্প গড়ার জন্য মঙ্গলবার নন্দাই এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করল জনস্বাস্থ্য কারিগরি দফতরের একটি বিশেষজ্ঞ দল। নন্দাই পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ছয় সদস্যের ওই দল খড়ি নদী পাড়ের নন্দাই সেতু, মির্জাপুর এবং হাতিপোতা গ্রামের তিনটি জায়গা ঘুরে দেখেন। এছাড়া ধাত্রীগ্রাম পঞ্চায়েতের মালতীপুরে ভাগীরথীর পাড়ও ঘুরে দেখেন তাঁরা। নন্দাই পঞ্চায়েত প্রধান ঈদের আলি মোল্লা বলেন, “বছরভর জলের যোগান রয়েছে এরকম একটা জায়গার খোঁজ করছেন ওরা। আশা করি শীঘ্র চূড়ান্ত মত জানাবেন।” এর আগে ২৮ মে ধাত্রীগ্রামে একটি জল প্রকল্পের বর্ধিত এলাকার শিল্যন্যাসে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এসেছিলেন। সেখানে এলাকার মানুষের জলকষ্ট ও আর্সেনিকোসিস রোগ বৃদ্ধির কথা জানিয়ে পরিশ্রুত পানীয় জলের প্রকল্পের দাবি জানান পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ। দ্রুত সমীক্ষার আশ্বাস দেন সুব্রতবাবু।
|
গোপনে অভিযান চালিয়ে ১৪ লিটার জাল মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করল আবগারি দফতর। পূর্বস্থলী ২ ব্লকের হেমায়েতপুর ও বোদপুর গ্রামে আবগারি দফতরের কালনা শাখার ওসি প্রদীপ ঘোষের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, হেমায়েতপুর এলাকায় একটি বাঁশ বাগানের মধ্যে থেকে ১০ লিটার নকল বিদেশি মদ, ৪ লিটার নকল দেশি মদ, ৩০ লিটার স্পিরিট ও প্রচুর ক্যাপসুল, ছিপি ও বোতলের লেবেল উদ্ধার করা হয়েছে। বোদপুর গ্রামে একটি ফাঁকা মাঠের মধ্যে খড় দিয়ে ঢাকা কয়েকটি ব্যাগ পাওয়া যায়। বেশ কয়েক বোতল জাল মদ ছিল তাতে। আবগারি দফতরের সন্দেহ বাজারে বিক্রির জন্য তৈরি করে রাখা ছিল সেগুলি। ওসি প্রদীপবাবু জানান, শীঘ্রই পূর্বস্থলীর বিভিন্ন জায়গায় আরও অভিযান চালানো হবে।
|
মারা গেলেন জামালপুরের আঝাপুর পঞ্চায়েতে টানা ১৫ বছর প্রধানের পদে থাকা শৈলেন্দ্রনাথ মিত্র (৮৬)। আঝাপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদকও ছিলেন এই সিপিএম নেতা। চিকিৎসক নরেন্দ্রনাথ মিত্রের সন্তান শৈলেন্দ্রবাবু ছিলেন অকৃতদার। শনিবার বার্ধক্যজনিত রোগে তাঁর মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রের খবর।
|
নিখোঁজ হওয়া এক তরুণীকে বিহারের জামুই থেকে উদ্ধার করল কালনা থানার পুলিশ। তাঁকে জোর করে আটকে রাখার অভিযোগে পিন্টু সিংহ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই তরুণীর বাড়ি কালনা ১ ব্লকের বেগপুর পঞ্চায়েতের কপ্পুরডাঙা গ্রামে। বুধবার ধৃতকে কালনা আদালতে তোলা হবে। |