প্রতিটি ওয়ার্ডের জঞ্জাল সাফাই, পর্যাপ্ত জল সরবরাহ, অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করা এবং দুর্নীতিগ্রস্ত পুরকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার রানিগঞ্জ পুরভবনে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফ। পুর-প্রধান, সিপিএম নেতা অনুপ মিত্র জানান, প্রয়োজনীয় ব্যবস্থা হবে।
|
প্রায় ৩ কুইন্টাল পোস্তর খোল উদ্ধা করল কাঁকসা থানার পুলিশ। সোমবার শশীপুরে পরেশ ডোমের বাড়ি থেকে সেগুলি পাওয়া যায়। পরেশবাবু পালালেও তাঁর দুই ছেলে সনৎ ও অনন্তকে গ্রেফতার করা হয়েছে।
|
কাঁকসা থানার দোমড়া রামকৃষ্ণ আশ্রমে মঙ্গলবার একটি অনুষ্ঠান হয়। ছিলেন আশপাশের গ্রামের বাসিন্দারা। ছিল পঙ্ক্তিভোজের আসর। বক্তব্য রাখেন স্বামী আত্মানন্দ ও আশ্রমের সম্পাদক নির্মলচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
|
হিরাপুর
ফুটবল প্রতিযোগিতা। ক্লাবের মাঠ। উদ্যোগ: ডায়মন্ড ক্লাব। |