সাংবাদিক বৈঠকে শরদ পওয়ার |
দেশের বর্তমান কৃষি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পওয়ার। আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন— ‘‘দেশের বর্তমান কৃষি পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। কারণ ২ জুলাই পর্যন্ত দেশ জুড়ে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে ৩১ শতাংশ। কম বৃষ্টিপাতের জেরে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক প্রভৃতি রাজ্যে উত্পাদনের হার কম রয়েছে। উত্পাদন কমায় বাজারেও তার প্রভাব পড়ছে। তবে আগামী সপ্তাহে ভাল বৃষ্টিপাতের আশা রয়েছে এবং জুলাই-অগষ্ট মাসে পর্যাপ্ত বৃষ্টির জন্য ঘাটতি মেটার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশে পর্যাপ্ত সবজি মজুত রয়েছে। বাজার পরিস্থিতির অবনতি ঘটবে না।’’
|
নাসিকে হামলার ছক ছিল লস্করের, জেরায় জানাল হামজা |
নাসিক পুলিশ অ্যাকাডেমিতে হামলার পরিকল্পনা ছিল লস্কর-ই-তৈবার। দিল্লি পুলিশের জেরায় এই কথা জানিয়েছে মুম্বই হামলার অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী আবু হামজা। হামজার গ্রেফতারের পর মুম্বই হামলার পেছনে পাকিস্তানের প্রত্যক্ষ মদত দেওয়া নিয়ে বেশ কিছু তথ্য উঠে আসছে। রিয়াসত আলি নামে পাক নাগরিক হিসেবে তাঁর ভুয়ো পাসপোর্ট বানাতে সাহায্য করেছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই। শুধু তাইই নয়, সৌদি আরবে যাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্রও তৈরি করে দিয়েছিল আইএসআই। দিল্লি পুলিশের দাবি, ক্রমাগত জেরায় আরও এ রকম চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।
|
হুমকি মেল পাঠানোয় গ্রেফতার ব্যাঙ্ক কর্তা |
এক অলংকার ব্যবসায়ীকে হুমকি মেল পাঠানোয় একটি বেসরকারি ব্যাঙ্কের উচ্চপদস্থ কর্তাকে গ্রেফতার করল পার্ক স্ট্রিট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ওই অলংকার ব্যবসায়ী বেসরকারি ব্যাঙ্কটি থেকে ঋণ নিয়েছিলেন। গ্রেফতার হওয়া সুনীল কুমার বনসল ওই ব্যাঙ্কের কর্মী। তবে কেন এ ধরনের হুমকি মেল তিনি পাঠাচ্ছিলেন সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানা যায়নি। আজ ব্যাঙ্কসাল কোর্টে তোলা হয়েছে তাকে।
|
ফরাক্কায় শ্লীলতাহানির অভিযোগ |
ফরাক্কার খোয়ালপুরে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন এক মহিলা। রবিবার বাপেরবাড়ি থেকে শ্বশুড়বাড়িতে ফেরার সময় ওই মহিলাকে পৌঁছে দেওয়ার নামে প্রতিবেশী যুবক মজিদ শেখ সাইকেলে করে তুলে নিয়ে গিয়ে মাঝ রাস্তায় তাঁর সঙ্গে অভব্য আচরণ করে। পাশের একটি পাটের খেত থেকে স্থানীয় মানুষ মহিলাকে উদ্ধার করে তাঁর বাড়িতে পৌঁছে দেন। আজ সকালে তিনি ফরাক্কা থানায় নিখিত অভিযোগ দায়ের করেন। আজই তাঁর শারীরিক পরীক্ষা হওয়ার কথা আছে। অভিযুক্ত যুবক পলাতক।
|
ইসলামপুরে হার্ডওয়্যার ব্যবসায়ী অপহৃত |
আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে অপহৃত হলেন হরপ্রসাদ গুপ্ত নামে এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামগঞ্জে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী প্রাতঃভ্রমণে বেরনোর পর একটি গাড়ি তাঁকে অনুসরণ করে। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে গাড়িতে তুলে নেয় দুষ্কৃতীরা। এই ঘটনার কিছু পরে হরপ্রসাদবাবুর বাড়িতে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে একটি ফোন আসে। তাঁর বাড়ির তরফ থেকে পুলিশকে গোটা ঘটনাটি জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে।
|
রামপুরহাট নাবালিকা ধর্ষণে গ্রেফতার ১ |
রামপুরহাট স্টেশন চত্বরে নাবালিকা ধর্ষণে পুলিশ মতিন শেখ নামে এক ভ্যান চালককে গ্রেফতার করেছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা নিয়ে যথেষ্ট চাপের মুখে ছিল পুলিশ। শুক্রবার এই ঘটনার পর ৩ দিনের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের সাফল্য হিসেবেই দেখছে স্থানীয় বাসীন্দারা।
|
বেহালায় পথ দুর্ঘটনায় আহত ২ |
গতকাল মাঝরাতে বেহালা ট্রাম ডিপোর কাছে একটি পথ দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী একটি ভোজ্য তেলবাহী ট্রাকের সঙ্গে একটি ট্যাক্সির সংঘর্ষ হয়। চালকদের ভুল বোঝাবুঝিতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঘটনায় ট্যাক্সির চালক ও আরোহী আহত হয়েছেন। |