টুকরো খবর
জার্নেল এ বার মোহনবাগান-রত্ন

এ বার মরণোত্তর মোহনবাগান-রত্ন পুরস্কার পাচ্ছেন প্রয়াত প্রাক্তন তারকা জার্নেল সিংহ। ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁর পরিবারের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তাঁর কন্যা ও পুত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ বার মোহনবাগান মাঠের গ্যালারি ভাঙার কাজ চলছে। সেখানে অনুষ্ঠান হচ্ছে না। সে দিন ম্যাচও হবে না। কোনও হলে অনুষ্ঠান হবে এবং সংবর্ধনা দেওয়া হবে চতুর্মুকুট জয়ী ক্রিকেট দলকে।

নিকোলাসকে টপকে গর্বিত উডস

সর্বকালের সেরা বিজয়ীদের তালিকায় জ্যাক নিকোলাসকে টপকে দ্বিতীয় স্থানে চলে গেলেন টাইগার উডস। এবং বললেন, “ছ’মাস আগেও কারা যেন বলছিল, আমি আর কোনও দিন জিততে পারব না। অথচ আজ দেখুন! অসাধারণ একটা সপ্তাহ কাটল! জ্যাককে পেরিয়ে যেতে পারা দারুণ অনুভূতি। আরও ভাল লাগছে এটা ভেবে যে মাত্র ছত্রিশ বছর বয়সে সেটা করলাম। গর্ব হচ্ছে।” গতকাল এটি অ্যান্ড টি ন্যাশনাল খেতাব জেতায় উডসের পিজিএ খেতাবের সংখ্যা দাঁড়াল ৭৪। নিকোলাসের থেকে একটা বেশি। ৮২ খেতাব জিতে তালিকায় সবার আগে এখনও স্যাম স্নিড। রবিবার ঝড়-বিধ্বস্ত কোর্সে দুই শটে টুর্নামেন্ট জিতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে উডস চলে এলেন চার নম্বরে। চলতি বছরে পিজিএ ট্যুরে উডসই এ পর্যন্ত সব থেকে বেশি, তিনটে খেতাব জিতেছেন। ফলে ২০০৯-এর পরে উডস আবার পিজিএ ট্যুরের উপার্জনের তালিকায় এক নম্বরে।

আনন্দকে সংবর্ধনা রাজ্য সরকারের

দাবায় বিশ্বজয়ী বিশ্বনাথন আনন্দকে আগামী ১২ জুলাই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সংবর্ধনা দেবে রাজ্য সরকার। সোমবার ক্রীড়ামন্ত্রী মদন মিত্র দাবা-তারকা দিব্যেন্দু বড়ুয়াকে পাশে নিয়ে এ কথা জানান। মদনবাবু বলেন, “আমরা আগে এ শহরে শাহরুখ খান, সচিন তেন্ডুলকরের মত তারকাদের সংবর্ধনা দিয়েছি। সংবর্ধনার দিন আনন্দ সস্ত্রীক কলকাতায় আসছেন। আমি চাই ওই অনুষ্ঠানে ক্ষুদে দাবাড়ুরা হাজির থাকুক।”

চার সহ-সচিব বদল আইএফএ-তে

টোলগেকে নিয়ে ঝামেলা আইএফএর যে কমিটি সামলাবে সেই প্লেয়ার স্ট্যাটাস কমিটি প্রায় অপরিবর্তিত রাখল আইএফএ। শুধু চেয়ারম্যান হলেন চাঁদনি স্পোর্টিং ক্লাবের জয়দেব ঘোষ। সোমবার আইএফএর নতুন সহসচিব নির্বাচিত হলেন বাসুদেব রায়, অপূর্ব ঘোষ, প্রবীর লাহিড়ী এবং জয়ন্ত চট্টোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায় এবং ভাই কার্তিক বন্দোপাধ্যায় দু’টি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন। কোচিং সাব কমিটির চেয়ারম্যান হলেন শিবাজী বন্দ্যোপাধ্যায়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.