|
|
|
|
২১শে-র প্রস্তুতি, দলকে নিয়ে আজ বসছেন মমতা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পঞ্চায়েত ভোটের আগে দলের সাংগঠনিক শক্তিকে ‘সুসংহত’ করতে চান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশ থেকে সেই কাজ ‘আনুষ্ঠানিক ভাবে’ শুরু করতে চান তিনি। তারই প্রস্তুতি নিতে আজ, সোমবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দলের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে বিধায়ক, সাংসদ, জেলা পরিষদ সদস্য থেকে শুরু করে দলের সর্ব স্তরের নেতাদের উপস্থিতিতে মমতা ‘গুরুত্বপূর্ণ’ কয়েকটি নির্দেশ দিতে পারেন বলে দলীয় নেতৃত্বের একাংশের ইঙ্গিত।
এ বার শহিদ দিবসের সমাবেশ ধর্মতলাতেই হবে। তৃণমূল ক্ষমতায় আসার পরে গত বছর ‘মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানাতে’ শহিদ সমাবেশ হয়েছিল ব্রিগেডে। শহিদ দিবসের সমাবেশের প্রস্তুতি ও প্রচার নিয়ে শনিবারই তৃণমূলের কোর কমিটির বৈঠক হয়েছে। সেখানে মমতা না-থাকলেও মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সীর মতো প্রথম সারির নেতারা ছিলেন। আজ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূল নেত্রী শহিদ সমাবেশকে সামনে রেখে দলীয় নেতৃত্বকে আরও বেশি জনসংযোগ করার উপরে ‘গুরুত্ব’ দেবেন বলেই তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য। দলের এক নেতার কথায়, “রাজ্যে দল এখন ক্ষমতাসীন। সামনে পঞ্চায়েত ভোট। সরকারে থাকাকালীন সরকার কী কী উন্নয়নের কাজ করেছে, তা বিচার করেই মানুষ পঞ্চায়েতে ভোট দেবেন। সেই কারণে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার ব্যাপক ভাবে তুলে ধরার নির্দেশ দলনেত্রী দিতে পারেন।” পাশাপাশি, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের ‘সম্পর্ক’ ঘিরে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান নিয়েও তৃণমূল নেত্রী আজকের সভায় আলোচনা করতে পারেন বলে দলের এক সূত্রের ইঙ্গিত।
পক্ষান্তরে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় বিধায়কদের সঙ্গে আলোচনা করতে বুধবার বিধানসভায় যাওয়ার কর্মসূচি রয়েছে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত এআইসিসি-র সম্পাদক শাকিল আহমেদের। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এ দিন বলেন, “এখন বিধানসভা চলছে। দলের সব বিধায়কদের এক জায়গায় পাওয়া যাবে বলেই শাকিল বিধানসভায় গিয়ে বৈঠক করতে চান। বুধবার অধিবেশন শেষের পরেই পরিষদীয় দলের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শাকিল কথা বলতে পারেন।” |
|
|
|
|
|