টুকরো খবর
মেয়েকে খুনে যাবজ্জীবন
মেয়েকে খুনে নবদ্বীপের ব্রাহ্মণপাড়ার বাসিন্দা নিকুঞ্জ দাসকে শনিবার যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন নদিয়ার অতিরিক্ত জেলা দায়রা বিচারক শম্পা দত্ত পাল। ২০১০ এর ২০ মার্চ নিকুঞ্জ দাসের হাতে খুন হয় তার বছর পনেরোর মেয়ে মামনি। গুরুতর জখম হন তাঁর স্ত্রী দীপালি দাস। দীপালিদেবীর অভিযোগ, বিবাহবিচ্ছেদের কাগজে সই করতে রাজি না হওয়ায় তাঁকে ভোজালি দিয়ে কোপাতে থাকেন করেন নিকুঞ্জবাবু। মামনি মাকে বাঁচাতে এলে রেহাই মেলেনি তারও। ঘটনাস্থলেই মারা যায় মামনি। এ দিন সরকারি আইনজীবী কিশোর মুখোপাধ্যায় বলেন, “নিকুঞ্জ দাসকে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩০৭ ও ৩২৬ ধারায় কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।”

কৃষ্ণনগরে নিখোঁজ শিশু
নিখোঁজ হয়ে গিয়েছে বছর চারেকের সাদিয়া খাতুন। বাড়ি নাকাশিপাড়ার আড়বেতাই গ্রামে। তার বাবার অভিযোগ, রাতে ঘরের ভিতরে দুই ভাইবোনের সঙ্গে ঘুমিয়েছিল সাদিয়া। শুক্রবার ভোরে সাদিয়াকে বিছনায় দেখতে না পেয়ে খোঁজ খবর শুরু করেন। সাদিয়ার বাবা হাবিবুল্লা শেখ এ দিন পুলিশের কাছে একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। দিনমজুর হাবিবুল্লা বলেন, “স্ত্রী বাপের বাড়ি গিয়েছে। আমি আর আমার তিন ছেলে-মেয়েই বাড়িতে ছিলাম। ভোরে উঠে দেখি মেয়ে নেই। সদর দরজাও খোলা। কোনও সন্ধান মেলেনি।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

মূর্তির উদ্বোধন
বিধানচন্দ্র রায়ের জন্মদিনে হরিণঘাটা ডেয়ারির প্রশাসনিক ভবনে তাঁর মূর্তি উন্মোচন করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী নুরে আলম চৌধুরী। এ দিন তিনি ওই ডেয়ারিতে দীর্ঘদিন বন্ধ থাকা মাখনের উৎপাদনেরও আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি বলেন, “একটু চেষ্টা করলেই এই ডেয়ারি ভাল জায়গায় পৌঁছতে পারে। এখানকার কর্মীরা তা প্রমাণ করেছেন।” ডেয়ারির জাতীয়তাবাদী কর্মী সংগঠনের নেতা অমল মুখোপাধ্যায় অভিযোগ করেন, “বাম সরকার এই ডেয়ারিকে শেষ করে দিতে চেয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর এ বিষয়ে নজর দেয়। তাই দ্রুত মেশিন সারিয়ে উৎপাদন সম্ভব হয়েছে।” অভিযোগ অস্বীকার করে প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন সিপিএম বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, “ওই মেশিন সেই সময় বহুবার সারাই করা হয়েছিল। পরে আবার খারাপ হয়ে যায়।”

দেহ উদ্ধার
এক ব্যবসায়ীর পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার কৃষ্ণনগরের পল্লিশ্রীর একটি দোকান থেকে সেবক রায়চৌধুরী (৬৫) নামে ওই প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান। তিন দিন ধরে দোকানটি বন্ধ ছিল। আজ সকাল থেকে পচা গন্ধ পেয়ে তাঁদের সন্দেহ হয়। পুলিশ এসে দরজা ভেঙে দেহটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সেবকবাবু আত্মহত্যা করেছেন।

গুলিবিদ্ধের মৃত্যু
দুষ্কৃতীদের মধ্যে গণ্ডগোলের জেরে খুন হলেন অনু শেখ (৩৫) নামে এক ব্যক্তি। বাড়ি চাপড়ার বালিয়াডাঙায়। তাঁকে গুরুতর আহত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা জানান, পথেই মারা গিয়েছেন অনু। পুলিশ জানিয়েছে শনিবার রাতে অনু শেখ তার দলবল নিয়ে পদ্মমালার একটি বাড়িতে হামলা চালায়। সেখানেই গুলিবিদ্ধ হন অনু। বোমার আঘাতে আহত হয়েছেন আরও দু’জন।

দুর্ঘটনায় মৃত্যু
বালিবোঝাই একটি ট্রাক্টর উল্টে মারা গিয়েছেন ট্রাক্টেরের চালক উকিল শেখ (২৫) ও খালাসি মনোজ দাস (১৮)। সুতির চাঁদের মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে। তাঁদের দু’জনেরই বাড়ি সুতিতে।

স্কুলে জয়ী তৃণমূল
সাগরদিঘিরর ধালসা হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। রবিবার ভোট হয়। ৬টি আসনই দখল করে তৃণমূল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.