টুকরো খবর
দুর্ঘটনায় মৃত্যু
দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে রবিবার সকালে উত্তেজনা ছড়ায় মেদিনীপুরের কেরানিতলায়। মৃত শ্রীকান্ত মান্নার (৩৬) বাড়ি বরিশাল কলোনিতে। শ্রীকান্তবাবুর সেলুন রয়েছে চার্চ স্কুল রোডে। রোজকার মতো এ দিন সকালেও সাইকেলে করে দোকানে যাচ্ছিলেন তিনি। তখনই কেরানিতলা থেকে রাঙামাটির দিকে যাওয়া একটি লরি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। লরির চাকা দেহের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এরপর উত্তেজিত মানুষজন পথ অবরোধ করেন। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরাও অবরোধে সামিল হন। অভিযোগ, গাড়ির গতি নিয়ন্ত্রণে পদক্ষেপই করছে না পুলিশ। হামেশাই দুর্ঘটনা ঘটছে। পরে পুলিশ এসে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিলে অবরোধ ওঠে। লরিটির খোঁজ করছে পুলিশ।

সুবর্ণ জয়ন্তী পালন
রবিবার খড়্গপুর গ্রামীণ থানার গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবের শুভারম্ভ হল। গোকুলপুরের এই বিদ্যালয়ের উৎসবের সূচনা করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। স্কুলের প্রধান শিক্ষক দিলীপকুমার ঘোষ জানান, ১৯৬৩ সালে গড়ে ওঠে এই স্কুল। বর্তমান ছাত্রছাত্রী সংখ্যা ২৪০০ এবং শিক্ষক-শিক্ষিকা ৩৪জন। পাশাপাশি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষাকর্মীর অভাব প্রভৃতি সমস্যার কথাও জানান তিনি। এ দিন সকালে শোভাযাত্রায় যোগদান করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকার বাসিন্দারা। সন্ধ্যায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয় কতৃপক্ষ জানান সারা বছর ধরে চলবে উৎসব।

বেলদায় সম্মেলন
পশ্চিম মেদিনীপুর জেলা যাত্রা সংসদের সম্মেলন হল বেলদায়। রবিবার বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি প্রাঙ্গণে সম্মেলনে উপস্থিত ছিলেন যাত্রা অ্যাকাডেমির সম্পাদক কনক ভট্টাচার্য, রুমা দাশগুপ্ত। কী ভাবে যাত্রা শিল্প ও শিল্পীদের উন্নতি হয়, এ জন্য কী করা প্রয়োজন, তা নিয়েই আলোচনা হয়। দুঃস্থ যাত্রা শিল্পীদের সাহায্যের জন্য বিশেষ তহবিল গড়ার পরিকল্পনা রয়েছে সংসদের। সংসদের জেলা সভাপতি সুমিত চট্টোপাধ্যায় বলেন, “দুঃস্থ যাত্রা শিল্পীদের আর্থিক সাহায্য করা প্রয়োজন।”

সালুয়াতে নেপালের কনসাল জেনারেল
নেপালী কবি ভানুভক্তি আচার্যের ১৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে খড়্গপুরের সালুয়ায় এলেন নেপালের কনসাল জেনারেল রামেশ্বর কড়োয়ান, মহা-বানিজ্য দূত চন্দ্রকুমার ভিমীরে। এ ছাড়াও শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই নেপালী কবি মনপ্রসাদ সুব্বা, মনোজ বোগটি। সাংস্কৃতিক অনুষ্ঠানে ভানুভক্তি আচার্যের লেখা কবিতা পাঠের পাশাপাশি জীবনকাহিনী নিয়েও আলোচনা হয়।

মেধা পুরস্কার
‘বিপ্লবী মেদিনীপুর টাইমস্’ পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হল মেধা পুরস্কার’১২। যেখানে জেলার মাধ্যমিক- উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হল। সেই সঙ্গে দারিদ্র্য সীমারেখার নীচে বসবাসকারী ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক ও লেখাপড়ার সরঞ্জাম তুলে দেওয়া হল। রবিবার বিদ্যাসাগর হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, পুরপ্রধান প্রণব বসু প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.