টুকরো খবর
পশুপালনে সাহায্য
পশুপালনে উৎসাহী অযোধ্যা পাহাড়ের বাসিন্দাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সিআরপি-র ২০৭ নম্বর ব্যাটেলিয়নের কোবরা বাহিনীর জওয়ানেরা। মাওবাদী দমনের কাজে বেশ কিছুদিন ধরেই তাঁরা অযোধ্যা পাহাড়ে রয়েছেন। শনিবার পাহাড়ের নীচে বলরামপুর থানা এলাকার ঘাটবেড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই বাহিনীর পক্ষ থেকে পাহাড়ের শালুনি, হেদেলবেড়া ও লুকুইচাটানি গ্রামের ৬১ জন বাসিন্দাকে একটি করে ছাগল ও ১০টি করে মুরগির বাচ্চা দেওয়া হয়। বাহিনীর কমান্ডান্ট দীপক তুষার বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা অভিজ্ঞতায় দেখেছি, পাহাড়ের গ্রামগুলির বাসিন্দাদের অন্যতম জীবিকা পশুপালন। আমরা তাই এই তিনটি গ্রামের উৎসাহী মানুষজনকে স্বাবলম্বী করতে এটুকু সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলাম।” অনুষ্ঠানে ওই তিন গ্রামের বাসিন্দারা তাঁদের এলাকায় সেচের ব্যবস্থা করার কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন ডিএসপি (সদর) অংশুমান সাহা।

পাচারে আক্রান্ত ২ সেনা জওয়ান
গরু পাচারে বাঁধা দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বিএসএফের দুই জওয়ান। শনিবার রাত আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার উত্তর গোবিন্দপুর ভারত-বাংলাদেশ সীমান্তে। পুলিশ জানিয়েছে, জখম ওই দুই বিএসএফ জওয়ান ১৪০ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত। আশঙ্কাজনক অবস্থায় একজনকে হেমতাবাদের বিএসএফ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপর জওয়ানকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ওই দুই জওয়ান সাইকেলে চেপে সীমান্তে নজরদারি চালানোর সময়ে একদল দুষ্কৃতী সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারত থেকে বাংলাদেশের দিকে গরু পাচারের চেষ্টা করছিল। দুই জওয়ান দুষ্কৃতীদের তাড়া করলে দুষ্কৃতীরা ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে দুই জওয়ান স্থানীয় বিএসএফ আউটপোস্টে আশ্রয় নেন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মৌমাছি বাজার
মৌ চাষিদের সঙ্গে চাষের সরঞ্জাম বিক্রয়কারীদের পরিচয় করাতে রবিবার গোবরডাঙা শ্রীচৈতন্য বিদ্যালয়ে হয়ে গেল ‘মৌমাছি বাজার’। এক দিনের ওই শিবিরের আয়োজন করেছিল গোবরডাঙা গবেষণা পরিষদ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.