কুয়োয় পড়ে মৃত্যু গয়েশপুরে
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
দিন কয়েক আগেই হাওড়ার লিলুয়ায় কুয়োয় পড়ে মৃত্যু হয় রোশন মণ্ডলের। ফের সেই হাওড়াতেই ডোমজুড়ের গয়েশপুরে কুয়োয় পড়ে মারা গেলেন মলয় রায় (৩৬) নামে স্থানীয় এক রিকশাচালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মলয়বাবু রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ কাজ থেকে ফিরে পাড়াতেই একটি কুয়োয় হাত, মুখ ধুতে যান। হাত-মুখ ধোয়ার জল তুলতে গিয়ে পা পিছলে তিনি কুয়োয় পড়ে যান। তাঁর চিৎকার শুনে আশপাশের লোক জন ছুটে আসেন।সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। আসে দমকল ও ‘ডিজাস্টার ম্যানেজমেন্টের’ লোক জন। লিলুয়ায় যে দু’জন কুয়োর মিস্ত্রি রোশনের দেহ তুলে এনেছিলেন তাঁদেরও ডেকে আনা হয়। এর পরে আল্লারাখা নামে এক স্থানীয় বাসিন্দাকে কুয়োয় নামানো হয়। তিনি নাইলনের দড়ি দিয়ে বেঁধে মলয়বাবুকে তুলে আনেন। ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
জেলার এসপি (গ্রামীণ) কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “মিনিট কুড়ির মধ্যে পুলিশ পৌঁছয়। ওই ব্যক্তিকে কুয়ো থেকে উদ্ধারও করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। কুয়োটির চারদিকে চার ফুট উঁচু পাঁচিল রয়েছে। কিন্তু তা সত্ত্বেও তিনি কী ভাবে পড়ে গেলেন তা তদন্ত করে দেখা হচ্ছে।”
|
বিধান রায়ের স্মরণে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর |
রবিবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র যুব কংগ্রেসের উদ্যোগে হাওড়ার শ্যামপুরের শশাটি উচ্চ-প্রাথমিক স্কুলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অন্যান্যদের সঙ্গে হাজির ছিলেন রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা কংগ্রেস সভাপতি অসিত মিত্র, আমতার দলীয় বিধায়ক অসিত মিত্র, যুব কংগ্রেস নেতা সফিকুল ইসলাম প্রমুখ। সাবিনা বলেন, “বিধানচন্দ্র রায়ের পথে চললেই রাজ্যের সর্বাঙ্গীন উন্নতি সম্ভব।” |
অশোকনগরে স্কুলের সুবর্ণজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর |
প্রভাত ফেরির মাধ্যমে শুরু হল অশোকনগরের কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠের সুবর্ণজয়ন্তী বর্ষ। রবিবার দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানের সূচনা করেন এনসিসি-র ৬ নম্বর বেঙ্গল ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার ওয়াইপিএস ভাদুরিয়া। প্রভাত ফেরীতে যোগ দিয়েছিলেন স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, ছাত্রছাত্রী এবং এলাকার বাসিন্দারা। ছিলেন অশোকনগর-কল্যাণগড়ের পুরসভার চেয়ারম্যান সমীর দত্ত, ভাইস চেয়ারম্যান প্রবোধ সরকার, বিধায়ক ধীমান রায়। সোমবার স্কুলে বিধান রায়ের আবক্ষ মূর্তির উদ্বোধন করবেন কারীগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। |
প্রতিষ্ঠা দিবস
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর |
গোপালনগরের নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ছিল রবিবার। সেই উপলক্ষে এ দিন কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বনগাঁ মহকুমা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করেন। ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ কামালউদ্দিন, বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ প্রমুখ। |
ফুটবল ঘিরে
গুলি ও বোমা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দুপুরে ফুটবল খেলা শেষ হয়ে গিয়েছিল কলকাতার মাঠে। সেই খেলা নিয়ে রাতে গুলি চলল এবং বোমাবাজি হল হাওড়ার শিবপুর থানার চওড়াবস্তি এলাকায়। পুলিশি সূত্রের খবর, রবিবার ওই বস্তির দু’পাড়ার খেলার মধ্যেই কিছুটা বিশৃঙ্খলা ছড়িয়েছিল। রাতে পাড়ায় দু’টি গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। বোমা পড়ে, কয়েক রাউন্ড গুলি চলে। পুলিশ গেলে তাদেরও লক্ষ করে ইট ছোড়া হয়। হাওড়া কমিশনারেটের এসি (সাউথ) সুমনজিৎ রায় বলেন, “পাথর ও বোতলের আঘাতে কয়েক জন পুলিশকর্মী জখম হয়েছেন।” অভিযুক্তদের ধরার জন্য গভীর রাত পর্যন্ত অভিযান চালায় পুলিশ।
|
বেলুড় মঠে নতুন পার্কিং ব্যবস্থা চালু হল। রবিবার পার্কিং কমপ্লেক্সের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ। ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সম্পাদক স্বামী সুবীরানন্দ, স্বামী শুভকরানন্দ, হাওড়ার ডিআরএম পার্থসারথি মণ্ডল-সহ অন্যরা। বেলুড় মঠ সূত্রে খবর, যান দূষণে মন্দিরের ক্ষতি হচ্ছিল। স্বামী সুবীরানন্দ বলেন, “২০১১-এর ফেব্রুয়ারিতে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলুড় মঠের উল্টোদিকে রেলের জমিতে পার্কিং ব্যবস্থা ও মাল্টিফাংশনাল কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।” এ দিন হাওড়ার ডিআরএম পার্থসারথি মণ্ডল বলেন, “এখন ৭৮টি ৪ চাকার, ৪২টি দু’চাকার গাড়ি ও ৪টি বাস রাখা যাবে। মাল্টিফাংশনাল কমপ্লেক্সের কাজ শীঘ্রই শেষ হবে।” পার্কিং জোন তৈরির জন্য আজ, সোমবার থেকে মঠের ভিতরে পার্কিং বন্ধ হল।
|
|
রবিবার নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁর
মূর্তি উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছবি: বিতান ভট্টাচার্য। |
|