নিরপেক্ষ তদন্ত দাবি থানায় |
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বধূ-নির্যাতনের যে-অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন অভিযুক্তের সহকর্মীরা। শনিবার দীপঙ্কর হালদার নামে ওই শিক্ষকের স্ত্রী মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন। নির্যাতনের জেরে তিনি আত্মহননের চেষ্টা করেছিলেন বলেও বারুইপুর থানায় অভিযোগ করা হয়। দীপঙ্করবাবু যাদবপুরের ফুড, টেকনোলজি ও বায়োমেডিক্যাল বিভাগের শিক্ষক। ওই বিভাগের প্রধান ললিতা গৌরী রায় ও দীপঙ্করবাবুর অন্য সহকর্মী ও ছাত্রছাত্রীরা রবিবার বিকেলে বারুইপুর থানায় গিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। ললিতাদেবী বলেন, “দীপঙ্কর ১৭ বছর ধরে আমাদের পরিচিত। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ অবিশ্বাস্য। তাই নিরপেক্ষ তদন্ত চেয়েছি।” দক্ষিণ ২৪ পরগনার এসপি প্রবীণ ত্রিপাঠী বলেন, “সব দিকই খতিয়ে দেখছি।” অভিযোগের পর থেকে দীপঙ্করবাবু এবং তাঁর মায়ের খোঁজ নেই।
|
যাত্রীদের ‘মারধরে’ এক অটোচালক জখম হয়েছেন বলে অভিযোগ তাঁর সহকর্মীদের। রবিবার, তপসিয়ায়। প্রতিবাদে তপসিয়া থেকে কিম্বার লেন রুটে কিছুক্ষণ অটো বন্ধ থাকে। পুলিশ জানায়, গাড়িতে জোরে গান বাজানো নিয়ে যাত্রীদের সঙ্গে চালকের ঝামেলা হয়। শেখ হায়দর নামে ওই চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩ যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। |