ফের ধর্মঘটে কিংফিশারের পাইলটরা |
গত পাঁচ মাস ধরে বেতন না পাওয়ায় রবিবারে ফের ধর্মঘটের পথে গেলেন আর্থিক সঙ্কটে জেরবার কিংফিশার এয়ারলাইন্সের পাইলটদের একাংশ। ফলে এ দিন বেশ কিছু এটিআর-এর উড়ান বাতিল করতে বাধ্য হয় বিজয় মাল্যর সংস্থাটি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই এগ্জিকিউটিভ পাইলটদের কিছু উড়ান চালানোর ভার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র। কর্মীদের সঙ্গে বৈঠকে গত ফেব্রুয়ারি থেকে বেতন চোকানো নিয়ে কোনও প্রতিশ্রুতি দিতে পারেননি চেয়ারম্যান মাল্য। তার প্রতিবাদেই ধর্মঘটে ২০০-রও বেশি পাইলট।
|
কম্পিউটারের হার্ড ডিস্ক-সহ তথ্য মজুতের বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে সিগেট টেকনোলজি জোট বাঁধল বিশ্বের প্রথম ‘মেমরি মোডেম’ আবিষ্কারক ডেন-বিট্স টেকনোলজিস-এর সঙ্গে। কম খরচের উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘সলিড স্টেট ড্রাইভস’ (এসএসডি) তৈরি করতে চুক্তি করেছে তারা। এসএসডি কম্পিউটারে তথ্য সঞ্চয় করার রাখার ব্যবস্থা। দু’পক্ষের দাবি, ডেন-বিট্সের মেমরি মোডেম নিয়ন্ত্রণের প্রযুক্তিকে সিগেট-এর তথ্য সঞ্চয়ের যন্ত্রাংশ তৈরির প্রযুক্তির সঙ্গে মিশিয়ে, সাধারণ গ্রাহক ও বাণিজ্য সংস্থার প্রয়োজন অনুযায়ী এসএসডি তৈরি করবে তারা।
|
বাজারে নতুন সহজে বহনযোগ্য জেনারেটর আনল ইউরো গোষ্ঠী। সংস্থার দাবি, এটি প্রাথমিক ভাবে পেট্রোলে চালু করে, তারপর কেরোসিনে চালানো যাবে। ডিজেল, পেট্রোল জেনারেটরের ডিজিটাল মডেলও এনেছে সংস্থা।
|
চন্দননগরে বিপণি খুলল কুচিনা মডিউলার কিচেন। সংস্থার দাবি, ব্যস্ত জীবনযাত্রার কথা মাথায় রেখেই ব্যবহৃত হয়েছে জার্মান সংস্থা হেটিচ-এর সরঞ্জাম।
|
• সঞ্জয় আর্য ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এগ্জিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হয়েছেন।
• অরুণ তিওয়ারি এলাহাবাদ ব্যাঙ্কের এগ্জিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন। |