টুকরো খবর |
ছবি তোলা নিয়ে অশান্তি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
ভাঙচুরের পরে। —নিজস্ব চিত্র |
আধার কার্ডের ছবি তোলাকে কেন্দ্র করে আসানসোলে পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে অশান্তি হল রবিবার। পুরসভায় ছবি তোলাতে আসা স্থানীয় বাসিন্দারা ছবি তোলার সরঞ্জাম ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফের ছবি তোলা শুরু হয়। আসানসোল পুরসভা সূত্রে জানা গিয়েছে, শনি ও রবিবার ৮ নম্বর ওয়ার্ডের হাটন রোড সংলগ্ন এলাকায় একটি উচ্চ মাধ্যমিক স্কুলে আধার কার্ডের জন্য ছবি তোলার দিন স্থির করেছিল পুরসভা। বাসিন্দাদের অভিযোগ, শনিবার তাঁরা নির্দিষ্ট সময়ে ছবি তোলাতে এলেও দুপুর দেড়টা পর্যন্ত অপেক্ষা করার পরেও কারওর ছবি তোলা হয়নি। ছবি তুলতে আসা কর্মীরা জানান, কারিগরি ত্রুটি থাকায় ছবি তোলা যাবে না। রবিবার ছবি তোলা হবে। ঘোষণা অনুযায়ী, রবিবারও ওয়ার্ডের বাসিন্দারা সকাল ৮ টা থেকে এসে অপেক্ষা করতে থাকেন। ঘন্টা খানেক ছবি তোলার পর হঠাৎই লোডশেডিং হয়ে যায়। এরপর বেশ কয়েকঘন্টা কেটে গেলেও বিদ্যুৎ না আসায় ছবি তোলার কাজ শুরু করা যায়নি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অধৈর্য হয়ে পড়ে বিক্ষোভ শুরু করেন বাসিন্দারা। ছবি তোলার সরঞ্জাম ছুড়ে ফেলে দেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিদ্যুৎ এলে ছবি তোলার কাজ শুরু হয়। আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় জানান, এ’ব্যপারে খোঁজখবর নিয়ে তিনি সমস্যা মেটানোর চেষ্টা করা হবে। |
জন্মদিন পালন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল ও বুদবুদ |
আসানসোল গ্রাম ‘সব পেয়েছির আসরের উদ্যোগে রবিবার বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালিত হল। ৫ জন সঙ্গীত পরিবেশন করেন। বৃত্তিমূলক শিক্ষণ শিবিরের উদ্বোধন করেন আসানসোল গার্লস কলেজের অধ্যক্ষ পি.কে দে সরকার। বুদবুদের মানকরে ইন্দিরা গাঁধী স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন করা হয়। উদ্যোক্তাদের পক্ষে জয়গোপাল দে জানান, প্রতি বছর এই দিনটিতে তাঁরা বিভিন্ন কর্মসূচী নিয়ে থাকেন। এ বারও বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। মানকর স্টেশন সংলগ্ন এলাকায় বিধানচন্দ্র রায়ের একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন বর্ধমানের মনোরোগ বিশেষজ্ঞ অসিতবরণ পাত্র। এই দিনটিকে বিশ্ব-চিকিৎসক দিবস হিসেবে পালন করার অঙ্গ হিসাবে স্থানীয় প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন চিকিৎসক ও স্থানীয় মানুষজন। |
বন্ধুকে ‘খুন’, ধৃত
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক যুবককে খুনের অভিযোগে তাঁর বন্ধুকে গ্রেফতার করল কোকওভেন থানার পুলিশ। পুলিশ জানায়, ২৭ জুন থেকে নিখোঁজ ছিলেন দেশবন্ধুনগরের শিমুলতলার বাসিন্দা মানিক বারুই (২৬)। নিখোঁজ হয়ে পরে ডিভিসি ব্যারাজের ও পারে বড়জোড়া থানা এলাকায় তাঁর রক্তাক্ত দেহ মেলে। তদন্তে নেমে ঘটনায় জড়িত সন্দেহে রবিবার মৃতের বন্ধু পিন্টু সাহাকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের দাবি, পিন্টুর কাছ থেকেই মানিকের রক্তমাখা জামা উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা করছে পুলিশ। |
কৃতীদের সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বিসি রায় মেমোরিয়াল কমিটির উদ্যোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে দুর্গাপুরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী ১৭৫ জনকে সংবর্ধনা জানানো হল রবিবার। উপস্থিত ছিলেন মহকুমাশাসক আয়েষারানী এ, বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়। উদ্যোক্তাদের পক্ষে সুদেব রায় জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী ৬ জন ব্যক্তিকেও সংবর্ধনা দেওয়া হয় এ দিন। |
সিটি সেন্টারে চুরি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটল দুর্গাপুরের সিটি সেন্টারের সেন্ট্রাল পার্ক এলাকায়। শুক্রবার রাতের ঘটনা। পুলিশ জানায়, নগদ টাকা, জামাকাপড়, ল্যাপটপ ইত্যাদি চুরি হয়েছে। বাসিন্দারা জানান,চুরির সময়ে বাড়িতে থাকলেও তাঁরা কিছু বুঝতে পারেননি। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
মৃতদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
নিমচা কারনালী এলাকা থেকে এক খনি কর্মীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রানিগঞ্জ পুলিশ জানিয়েছে, মৃতের নাম নির্ভয়ানন্দ সিংহ (৩৪) বাড়ি অমৃতনগর এলাকায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। আসানসোল মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য দেহটি পাঠিয়েছে পুলিশ। |
জয়ী মিলন সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
একটি বেসরকারি রেডিও সংস্থা আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বড়ডাঙ্গা মিলন সঙ্ঘ। আসানসোল মাঠে ফাইনাল খেলায় তারা রবীন্দ্রভবন উন্নয়ন সমিতিকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল। দু’দিনের এই প্রতিযোগিতায় ৪২টি দল অংশ নিয়েছিল। |
চ্যাম্পিয়ন যুক্তবন্ধু
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল যুক্তবন্ধু ক্লাব। কল্যাণপুর মাঠে ফাইনাল খেলায় তারা নেতাজী স্পোর্টিংকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল। এই প্রতিযোগিতায় ২০ টি দল অংশ নিয়েছিল। |
কোথায় কী |
হিরাপুর
সোমবার ক্লাবের মাঠে ফুটবল প্রতিযোগিতা।
উদ্যোগ: ডায়মন্ড ক্লাব। |
|