|
|
|
|
আজ থেকে ঝাড়গ্রামে ‘ভ্রাম্যমাণ আদালত’ |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
এ বার ভ্রাম্যমাণ গাড়িতে লোক আদালত-ই পৌঁছে যাবে প্রত্যন্ত এলাকায় মানুষের দুয়ারে। আজ, শনিবার জঙ্গলমহলের কেন্দ্রভূমি ঝাড়গ্রামে ‘ভ্রাম্যমাণ আদালতে’র উদ্বোধন হচ্ছে। ঝাড়গ্রাম মহকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা ঝাড়গ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পার্থসারথি চক্রবর্তী জানান, দীর্ঘদিন ধরে বকেয়া দেওয়ানি ও মীমাংসাযোগ্য ফৌজদারি মামলাগুলির নিষ্পত্তির জন্য এখন থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় আদালত-গাড়ি পৌঁছে যাবে আইনি-পরিষেবা প্রাপকদের কাছে। |
|
শুক্রবার রাতেই শহরে এসে পৌঁছল আদালত গাড়ি। —নিজস্ব চিত্র। |
শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঝাড়গ্রাম আদালত প্রাঙ্গণে আদালত গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত। উপস্থিত থাকবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপনকুমার দত্ত, পশ্চিম মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক এবং ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি’র চেয়ারম্যান পার্থপ্রতিম দাস, ঝাড়গ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তথা মহকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান পার্থসারথি চক্রবর্তী প্রমুখ।
রাজ্য আইন বিভাগ সূত্রের খবর, প্রথম দিনে ওই গাড়িটিতে এবং ঝাড়গ্রাম আদালত কক্ষে মোট চারটি লোক আদালত বসবে। সেখানে দীর্ঘদিন নিষ্পত্তি না-হওয়া বেশ কিছু দেওয়ানি মামলা ও মীমাংসা যোগ্য ফৌজদারি মামলার শুনানি সাপেক্ষে চূড়ান্ত রায় দেবেন লোক-আদালত কর্তৃপক্ষ। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যায় না। রাজ্য আইন বিভাগ সূত্রের জানা গিয়েছে, পরবর্তী সময়ে জঙ্গলমহল-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ওই আদালত-গাড়িটি নিয়ে গিয়ে লোক আদালত বসানো হবে। আইন পেশাজীবীদের বক্তব্য, এর ফলে সাধারণ মানুষের হয়রানি অনেক কমবে। রাজ্য আইন বিভাগ সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন স্তরের প্রতিটি আদালতেই পাহাড়প্রমাণ মামলা জমে রয়েছে। অথচ এমন অনেক মামলা রয়েছে, যেগুলি সহজেই নিষ্পত্তি করা সম্ভব। এ জন্যই এক সময়ে লোক-আদালত চালু করা হয়। সারাদেশে লোক আদালতের মাধ্যমে বহু দেওয়ানি মামলা এবং কিছু ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। শনিবার দুপুরে জামবনির গিধনিতে একটি আইনি সচেতনতা শিবিরে পরামর্শ দেবেন বিচারপতিরা। কাল, রবিবার ভ্রাম্যমান আদালত-গাড়িটি ঘাটালে যাবে। সেখানেও ভ্রাম্যমান লোক আদালত বসবে এবং হবে আইনি সচেতনতা শিবির। |
|
|
|
|
|