টুকরো খবর
‘তোলাবাজি’ নিয়ে মারপিট পুলিশের
বেআইনি মদের দোকান থেকে তোলা আদায় নিয়ে হাতাহাতির অভিযোগ উঠেছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর তিন পুলিশকর্মীর বিরুদ্ধে। শুক্রবার রাতে আলিপুরদুয়ারের শালকুমার হাট পুলিশ ক্যাম্পের ঘটনা। গুলিভর্তি বন্দুক নিয়ে পুলিশকর্মীরা নিজেদের মধ্যে মারপিট করে বলে অভিযোগ। ওই পুলিশকর্মীদের আলিপুরদুয়ার থানায় সরিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। পুলিশ জানায়, ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত তিন পুলিশকর্মীকে ডাবগ্রাম পুলিশ লাইনে ফিরিয়ে নেওয়া হবে। শনিবার রাজ্য সশস্ত্র পুলিশের ১০ ব্যাটেলিয়নের শিলিগুড়ি ডাবগ্রাম পুলিশ লাইনের সহকারি কমান্ডেন্ট নিলাঞ্জন ঘোষ রায় ঘটনার তদন্ত শুরু করেন। পৃথক ভাবে তদন্ত করছেন আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া। তিনি বলেন, “পুলিশকর্মীরা নিজেদের মধ্যে মারপিট করেছে। রাতেই আলিপুরদুয়ার থানার আইসি তাঁদের থানায় নিয়ে যান। উত্তেজনা থাকায় ওই ক্যাম্প থেকে রাইফেল আলিপুরদুয়ার থানায় নিয়ে আসা হয়েছে। মদের দোকানে তোলা আদায়ের অভিযোগ শুনেছি।” পুলিশ জানায়, শুক্রবার বিকেলে এক বেআইনি মদের দোকানদার শালকুমার হাট পুলিশ ক্যাম্পে দু’শো টাকা তোলা দিতে যান। তার প্রতিবাদ করেন পুলিশকমর্ীর্ সঞ্জীব রায়। ওই দোকানদার চলে গেলে দুই পুলিশকর্মী গৌতম সেন ও খাজিমুল হক টাকা নিয়ে নেন বলে অভিযোগ। এর পরে তিন পুলিশকর্মী বচসায় জড়িয়ে পড়েন। মারপিট হয়। ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থানার আইসি তিন কনস্টেবেলকে থানায় নিয়ে যান। শালকুমার হাট ব্যাবসায়ী সমিতির সম্পাদক পরিতোষ রায় বলেন, “হাটে বেআইনি মদের কারবার চলছে। আর পুলিশ তোলা নিচ্ছে।”

স্কুলে বিয়ে, অভিযুক্ত প্রধান শিক্ষকের বদলি
দু’দিন ছুটি দিয়ে স্কুলে শ্যালিকার বিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলির সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। শনিবার সংসদ চেয়ারম্যান রামপ্রবেশ মন্ডল বলেন, “সংসদকে অন্ধকারে রেখে মানিকচক খানপুর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সনৎ মিশ্র দু’দিন ছুটি দিয়ে স্কুলে বিয়ের আসর বসিয়েছেন। সে জন্য ওই তাঁর শাস্তিমূলক বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বদলির নির্দেশ জারি হবে।” রামপ্রবেশবাবু বলেন, “অভিযুক্ত শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হবে না। অন্য স্কুলে সহ-শিক্ষক হিসেবে তাঁকে বদলি করা হবে।” স্কুলে বিয়ের আসর বসার খবর পেয়ে শুক্রবারই জেলা বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মানিকচক-১ চক্রের অবর বিদ্যালয় পরিদশর্ক মোস্তাফিজুর রহমানকে তদন্ত করে আধ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। এ দিকে, অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সনৎ মিশ্র সিপিএমের প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএর সদস্য। দলের সদস্যের এহেন কাজে রীতিমতো বিব্রত হয়ে পড়েছে সংগঠনের নেতৃত্ব। এবিপিটিএর জেলা সম্পাদক তুষার গোস্বামী বলেন, “আমাদের পরামর্শ না নিয়েই ওই শিক্ষক এই কাজ করেছেন। এই ভুলের জন্য সংসদ শাস্তি দিলে তা ওঁকে মেনে নিতে হবে।” সনৎবাবু কোনও মন্তব্য করতে চাননি।

মনোরোগীকে গাছে বাঁধলেন গ্রামবাসী
নিজস্ব চিত্র
মনোরোগ তাঁর অনেক দিনের। মাঝে মাঝে তা মাত্রাতিরিক্ত হয়ে পড়ে। যেমন হয়েছিল এ বার রথের দিন বালুরঘাটের চকভৃগু এলাকায় শ্বশুরবাড়িতে এসে তেমনই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু অসহিষ্ণু গ্রামবাসীরা তাঁকে গাছের সঙ্গে বেঁধে রেখে দেন। কয়েকদিন ধরেই কৃষ্ণ টুডু নামে ওই যুবক পড়ে আছে গাছতলায়। গ্রামবাসীদের অভিযোগ ‘ক্ষিপ্ত’ হয়ে গ্রামের লোকেদের ‘কামড়াতে’ যাচ্ছে সে। ঘটনাটি জানতে পেরে স্থানীয় পঞ্চায়েতের সদস্য কংগ্রেসের দিলীপ বর্মন বলেন, “যুবকের মানসিক বিকার থাকলেই তাঁকে বেঁধে রাকথে হবে কেন!” দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

শীল-কমিশনের রিপোর্ট নিয়ে চাঞ্চল্য
২০০৮ সালের ৫ ফেব্রুয়ারি ফরওয়ার্ড ব্লকের আইন অমান্য আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। পুলিশের গুলিতে দলের ৫ কর্মী নিহত হন। মারা যান এক এনভিএফ কর্মী। তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি নারায়ণচন্দ্র শীলের নেতৃত্বে বিচারবিভাগীয় কমিশন গড়ে বাম সরকার। সেই দিনহাটা কাণ্ড নিয়ে শীল কমিশনের তদন্ত রিপোর্টের খোঁজ মেলার খবরে তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল। ফব নেতৃত্বের একাংশ মনে করছেন খোঁজ মিললেও ওই রিপোর্ট বিধানসভায় পেশ করার ‘মেয়াদ’ ফুরিয়েছে। তাঁরা ঠিক করেছেন ওই বিষয়ে সরকারি ঘোষণা শুনে দলের অবস্থান স্পষ্ট করবেন। যদিও তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম দ্রুত রিপোর্ট প্রকাশের দাবি তুলেছে। শনিবার ফব’র রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, “আমরা রিপোর্ট প্রকাশের পক্ষে। কিন্তু মুখ্যমন্ত্রী ওই বিষয়ে মন্তব্য করেননি।”

শ্রমিক-মৃত্যুর তদন্তে গড়িমসির অভিযোগ
বনকর্মীর গুলিতে চা শ্রমিকের মৃত্যুর তদন্তে গড়িমসির অভিযোগ উঠেছে। গত ২১ জুন বিকালে নকশালবাড়ির মেরিভিউ চা বাগানের ঘটনা। ওই চা বাগানের লোহাসিং ডিভিশনের শ্রমিক মিলন রাউতিয়া টাইপু বিটে গরু খুঁজতে গেলে তাঁকে বনকর্মীরা গুলি করে মারেন বলে অভিযোগ। ওই ঘটনার পরে পুলিশ কিংবা বন দফতরের তদন্তকারী দলের কেউই তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি বলে দাবি নিহতের স্ত্রী রেশমা রাউতিয়ার। তিনি বলেন, “শ্রাদ্ধের জন্য ৫ হাজার টাকা দিয়েছে বন দফতর। যাঁরা আমার স্বামীকে খুন করল তাদের শাস্তির কী হল? পুলিশ বা বন দফতরের কেউ তো কথা বলতে এল না!” ডিএফও (কার্শিয়াং) শৈলেশ আনন্দের দাবি, “প্রয়োজন হলে নিশ্চয়ই আমাদের তদন্তকারী অফিসার দেখা করবেন।” অন্য দিকে, শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা বলেন, “ঘটনার দিন নিহতের পরিবারের সঙ্গে পুলিশ একবার কথা বলেছে। প্রয়োজনে আরও বলবে।”

গুলিবিদ্ধ যুবক
প্রকাশ্যে গুলিবিদ্ধ হলেন এক যুবক। পুলিশ জানায়, তার বিরুদ্ধে খুনের একাধিক মামলার অভিযোগ আছে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে কালিয়াচকের সুজাপুর হাসপাতালের পিছনে ব্রহ্মোত্তর মসজিদের সামনে। পুলিশ জানায়, আহত নজি শেখের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। তিনি এখন জামিনে রয়েছেন। এ দিন বাড়ি ফেরার পথে ৪ দুষ্কৃতী তাঁকে গুলি করে বলে পুলিশ জানতে পেরেছে। তিনি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, দুটি গোষ্ঠীর গণ্ডগোলের জেরে ওই ঘটনা ঘটেছে। মালদহের এসপি জয়ন্ত পাল বলেন, “দুষ্কৃতীদের তল্লাশি শুরু চলছে।”

বারো বছর পর মুক্তি
প্রায় বারো বছর পর দেশে ফেরার সম্ভবনা উজ্জ্বল হল কোচবিহার জেলে বন্দি এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর। শনিবার কোচবিহারের অতিরিক্ত দায়রা বিচারক তাঁকে বেকসুর খালাস দেন। আশিক ইকবাল নামে ওই অনুপ্রবেশকারী বাংলাদেশের ভুরুঙ্গামারির বাসিন্দা। ২০০০ সালে বেআইনি অনুপ্রবেশের দায়ে দিনহাটা সীমান্ত এলাকায় বিএসএফ তাঁকে গ্রেফতার করে। ২০০১-এর ১২ ফ্রেব্রুয়ারি ওই ঘটনায় দিনহাটা আদালত আশিককে কারাদণ্ড দেয়। ওই বছরের ১০ ফ্রেব্রুয়ারি তুফানগঞ্জ থানায় ও ২০০২-এর ২০ জানুয়ারি মেখলিগঞ্জ থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে দেশদ্রোহিতা-সহ বিভিন্ন অভিযোগে মামলা করে পুলিশ। আশিক ইকবালের আইনজীবী আবদুল জলিল আহমেদ বলেন, “তুফানগঞ্জ থানার মামলায় ইকবাল আগেই নির্দোষ প্রমাণিত হয়েছেন। এ দিন দেশদ্রোহিতা-সহ অন্য মামলাতেও বিচারক তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছে।”

বিদেশি সংস্থার সঙ্গে বৈঠক পুরসভার
বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির প্রকল্প নিয়ে আলোচনা এক ধাপ এগোল। ওই প্রকল্প গড়তে উৎসাহী বিদেশি সংস্থার প্রতিনিধিদের নিয়ে পুরসভার বিশেষজ্ঞ কমিটি শুক্র ও শনিবার বৈঠক করেন। ওই কমিটিতে সংশ্লিষ্ট বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের বিশেষজ্ঞরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসার রয়েছেন। প্রকল্প চূড়ান্ত করার আগে সব দিক খতিয়ে দেখে নিতে চাইছেন তারা। সে কারণে উৎসাহী সংস্থার প্রতিনিধিদের আর্থিক এবং কারিগরি বিষয়ে আরও কিছু তথ্য জানাতে বলা হয়েছে। মেয়র বলেন, “জার্মান এবং জাপান থেকে দু’টি সংস্থার প্রতিনিধিরা এসেছিলেন। বিশেষজ্ঞ কমিটির সঙ্গে তাদের বৈঠক ইতিবাচক হয়েছে। আশা করি শীঘ্রই তা চূড়ান্ত করে কাজ শুরু হবে।”

ডুবে মৃত্যু বালকের
স্নান করতে নেমে মৃত্যু হয়েছে এক বালকের। আলম হোসেন (১০) কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা। শনিবার দুপুরে কালজানি নদীতে নেমে সে তলিয়ে যায়। পরে বাসিন্দারা দেহ উদ্ধার করেন। অন্য দিকে, বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসে আত্মীয়দের সঙ্গে নদীতে নেমে নিখোঁজ হয়েছে পিংকি ব্যাপারি ও রাজ ব্যাপারি। তাদের খোঁজে অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মীরা তল্লাশি শুরু করেছে। ডুবুরিও নামানো হয়েছে।

হামলার অভিযোগ
তৃণমূলের সমর্থকদের বিরুদ্ধে কোচবিহারের ফরওয়ার্ড ব্লক সাংসদ নৃপেন রায়ের উপরে হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাতে সিতাইয়ের ডাউয়াবাড়ির ঘটনা। তৃণমূল হামলার অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা অভিযোগ, সাংসদ ডাউয়াবাড়িতে স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রচারে গিয়েছিলেন। সিঙিমারি নদীর উপর শুরু হওয়া সেতু নির্মাণের কাজ বাস্তবে সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেন। সে জন্যই তাঁকে ক্ষোভের মুখে পড়তে হয়। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “সাংসদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

জমি দখলমুক্ত
দীর্ঘদিন ধরে বেদখল হয়ে পড়েছিল শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডে থাকা পুরসভার প্রায় ৬৬ কাঠা জমি। তা নিয়ে মামলাও চলছিল। সম্প্রতি মামলার রায় পুরসভার পক্ষে থাকায় শনিবার পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে ওই জমি দখল মুক্ত করলেন তাঁরা। ওই জমির একাংশে এক সময় পুরসভার উদ্যোগে একটি পার্ক হয়েছিল। এখন পরিত্যক্ত। মাস দুয়েক আগে ওই জমিতে বেড়া দিয়ে ঘর করে পাঁচিল দিচ্ছিল দখলদাররা। পুলিশে অভিযোগ জানানো হয়। মেয়র বলেন, “প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি হয়েছিল। বাম জমানা থেকেই জমিটি দখল করে রাখা। মামলা চলছিল।”

অফিসে ভাঙচুর
লাগাতার লোডশেডিংয়ের জেরে বিদ্যুৎ বন্টন কোম্পানির অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ওই অফিসে ভাঙচুরের সময় দুই কর্মীকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনে। আহতেরা আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.