রসোলের দৌড় শেষ
সংবাদসংস্থা • লন্ডন |
উইম্বলডনে কালকের রাজা আজ আবার ফকির! নাদালকে আগের ম্যাচে হারানো লুকাস রসোল পরের ম্যাচেই স্ট্রেট সেটে হেরে গেলেন। তাঁকে ৬-২, ৬-৩, ৭-৬ হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠলেন জার্মানির ফিলিপ কোহলসক্রেবার। নাদালের ভবিষ্যদ্বাণীই সত্যি হল। “রসোলরা এক দিন দুর্ধর্ষ খেলে দেয়, রোজ পারে না।” মেয়েদের সিঙ্গলসে এ দিন একঝাঁক তারকা শেষ ষোলোয় গেলেন। সেরেনা, কিভিতোভা, আজারেঙ্কা, ইভানোভিচ, শিয়াভোনে, পেশ্চেক, রবার্তো ভিঞ্চি। তবে ফরাসি ওপেন রানার্স সারা ইরানি তৃতীয় রাউন্ডে হেরেছেন। মিক্সড ডাবলসে রোহন বোপান্না-জি ঝেং প্রথম ম্যাচে মার্সেল মেলো-ভেরা জোনারেভার বিরুদ্ধে ওয়াকওভার পেয়েছেন।
|
ফের বড় জয় ভারতের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অনূর্ধ্ব ২২ এএফসি চ্যাম্পিয়নশিপে ভারত বড় জয় পেল তুর্কমেনিস্তানের বিরুদ্ধে। শনিবার ওমানের মাস্কাটে তারা ৪-১ হারাল তুর্কদের। ভারতের হয়ে গোল করেন লালরিন্ডিকা, অলউইন, রোমিও এবং জেজে। ভারতের এখন চার ম্যাচে সাত পয়েন্ট। মঙ্গলবার তারা খেলবে ওমানের বিরুদ্ধে।
|
বিতর্ক মেটাতে ইস্টবেঙ্গলের মুখোমুখি বসতে রাজি হলেন টোলগে ওজবে। শনিবার তিনি চিঠি পাঠিয়ে আইএফএ সচিবকে বললেন, আলোচনার সময় উপস্থিত থাকার জন্য। ই-মেলে অস্ট্রেলীয় স্ট্রাইকার লিখেছেন, “১১ জুলাই আলোচনায় বসতে আমি রাজি।” এ দিকে, দুর্গাপুরে পরিকাঠামো দেখে খুশি বাগান কোচ সন্তোষ কাশ্যপ। সেখানেই হবে টোলগেদের আবাসিক শিবির। |