ওয়াশিংটন জেনিভা ব্রাসেলস্ ভাভুনিয়া (শ্রীলঙ্কা) তেহরান |
• ওবামার হোয়াইট হাউসে ফিরে আসার সম্ভাবনা কি বাড়ল? মার্কিন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় কিন্তু তাঁকে বেশ কয়েক ধাপ এগিয়ে দিল সে দিকে। বলল, তাঁর হেলথকেয়ার আইনটি সংবিধানসঙ্গত। প্রত্যেক মার্কিন নাগরিককে হয় স্বাস্থ্যবিমা কিনতে হবে, নয় কর দিতে হবে। গরিবদের আরও বেশি করে নিয়ে আসা হবে মেডিকেইড বিমার আওতায়। প্রেসিডেন্ট হিসেবে ওবামার সবচেয়ে বড় লড়াই এই স্বাস্থ্য বিমা সংস্কার। এতটাই যে, আইনটির ডাকনামই হয়ে গিয়েছে ‘ওবামাকেয়ার’। বিরাট স্বস্তির শ্বাস ফেললেন ওবামা ও সঙ্গীরা।
• ইউরোর স্বাস্থ্য ফিরতে চলেছে কি? ব্রাসেলস-এ বৈঠকে স্পেন এবং ইতালির চাপে স্থির হল, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্ক এ বার অঞ্চলের সব দেশের বাণিজ্যিক ব্যাঙ্ককে সরাসরি ঋণ দিতে পারবে। সিদ্ধান্তটি এই বিপন্ন দেশগুলির পক্ষে অতি লাভজনক। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় দুনিয়া জুড়ে শেয়ার বাজারের সূচক উঠল।
• শ্রীলঙ্কার উত্তরে ভাভুনিয়া শহরে জেলে এল টি টি ই বন্দিরা জেলরক্ষকদেরই আটক করলেন, পণবন্দি করলেন। দাবি: যে সতীর্থদের অন্য জেলে নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের আবার ফেরত আনা হোক।
• সলমন রুশদির ফতোয়ার ব্যাপারটি নিয়ে ভিডিয়ো গেম চালু হয়েছে ইরানে। কত বড় ‘পাপ’ করেছেন রুশদি, সেটা সে দেশের তরুণ সমাজকে বুঝিয়ে দেওয়ার জন্যই এই পদক্ষেপ।
|
• রাষ্ট্রপুঞ্জের প্রধান ছিলেন, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, অনেক কূটনৈতিক মিশনে নেতৃত্ব দিয়েছেন। এ বার সিরিয়ায় শান্তিস্থাপনের লড়াইয়ে। কোফি আন্নান। তাঁর জেদ, প্রেসিডেন্ট আসাদের ঘোর সমর্থক ইরান ও রাশিয়াকেও সর্বদলীয় বৈঠকে ঢোকাবেন। রাশিয়া অবশেষে রাজি। বিরোধীর সঙ্গে বোঝাপড়া করতে হয় কী করে, তার সুদৃষ্টান্ত আন্নান। |
|
গিলানি গিয়েছেন, এ বার কি জারদারির যাওয়ার পালা? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির নামে দুর্নীতির অভিযোগ সম্পর্কে তদন্ত শুরু করার জন্য উদ্যোগী না হয়ে ইউসুফ রাজা গিলানি পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসন থেকে বরখাস্ত হয়েছেন। নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরফকেও (ছবি) একই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তিনিও সম্ভবত গিলানির পদাঙ্ক অনুসরণ করবেন। বস্তুত, যত দিন পাকিস্তান পিপলস পার্টির সরকার থাকবে, তত দিন পিপিপি’রই নেতা জারদারির (ছবি) বিরুদ্ধে তদন্তের অভিযোগ সেই সরকার দেবে বলে মনে হয় না। তা হলে? আবার বিচারবিভাগীয় কুলোর বাতাসে প্রধানমন্ত্রীর বিদায়? এবং শেষ পর্যন্ত অন্তর্বর্তী নির্বাচন? লক্ষণ সে রকমই। |
পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী শেখ রশিদকে (ছবি) হিউস্টন বিমানবন্দরে লম্বা সময় আটকে রেখে জেরা করা হল। সাধারণত রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে ইমিগ্রেশনে এই ব্যবহার দেখা যায় না। তা হলে? রশিদের লস্কর ই তৈবা-প্রীতি বেশ সুবিদিত। তাঁর সঙ্গে মুম্বই বিস্ফোরণের প্রধান অভিযুক্ত, তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সয়ীদের যোগাযোগ রয়েছে, মার্কিন স্বরাষ্ট্র দফতরের তেমনই সন্দেহ। তা নিয়েই জেরা করা হল রশিদকে। মার্কিন-পাক সম্পর্ক যে তলানিতে ঠেকেছে, এই ঘটনা তার আরও এক নিদর্শন। ইসলামাবাদের ক্ষোভ এবং অভিযোগ আরও কয়েক দাগ বাড়ল নিশ্চয়ই। |
তাঁর পরনে আজানুলম্বিত ইসলামি পোশাক। তিনি কলেজে পড়েননি। তিনি পশ্চিম দুনিয়ার মেয়েদের মতো স্বামীর পদবিও নেননি। নাগা আলি মাহমুদকে সবাই চেনে উম আহমেদ বলে। কথাটার অর্থ: আহমেদের মা। আহমেদ তাঁর জ্যেষ্ঠ পুত্র। মিশরের নতুন প্রেসিডেন্ট মহম্মদ মুর্সির স্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ‘ফার্স্ট লেডি’র তকমা চান না, যেমন আছেন তেমনটিই থাকবেন। প্রথম ইসলামপন্থী প্রেসিডেন্টকে নিয়ে দেশের মানুষ যেমন দু’ভাগ হয়ে গিয়েছে, তাঁর স্ত্রীকে নিয়েও তেমনই। তবে অনেকেই বলছেন, ‘উনি আমার মায়ের মতো দেখতে।’ রক্ষণশীল মায়ের চেহারাটি অনেকেই দেখছেন এঁর মধ্যে। পর্বান্তরের আন্দোলনে টালমাটাল মিশরে এমন জননীই হয়তো দরকার। |
১৯৮৯ সালে বার্মার তৎকালীন সামরিক শাসকরা দেশের নাম রেখেছিলেন মায়ানমার। বিরোধীরা নামবদল মানেননি। সেই প্রতিবাদের ধারাতেই হোক অথবা অভ্যাসের বশেই হোক, আউং সান সু চি সম্প্রতি নানা দেশে সফর করার সময় মায়ানমারকে ‘বার্মা’ বলে অভিহিত করেছেন। এবং বকুনি খেয়েছেন। দেশের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন, দেশের আইনসভার সদস্য হিসেবে তাঁর সরকারি নামটিই বলা উচিত। |
মেয়েরা অমন শরীর দেখানো পোশাক পরে বলেই তো হেনস্থা হতে হয় শাংহাইয়ের মেট্রো রেল কর্তৃপক্ষ এই অতিপরিচিত সিদ্ধান্ত পৌঁছলেন। নোটিস পড়েছে, ‘‘হেনস্থাকারীদের থেকে বাঁচতে ‘সম্ভ্রমজনক’ পোশাক পরুন’’। মহিলারা কালো কাপড়ে শরীর, মুখ ঢেকে মেট্রো চত্বরে বিক্ষোভ জানিয়েছেন। বলেছেন, আমাদের যে কোনও পোশাক পরার স্বাধীনতা আছে, কিন্তু আমায় ধর্ষণ করার স্বাধীনতা তোমার নেই। চিনের কথা কিছুই বলা যায় না। আজ বাদে কাল ছোট পোশাকের মহিলাদের জোর করে মেট্রো রেলে চড়তে না দেওয়া হলে অবাক হওয়ার কিছু নেই। |