তাঁর অনুরোধ রাখতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন আগেই। এ বার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন এ পি জে আব্দুল কালাম। একই সঙ্গে নাম না করেও মুলায়ম সিংহ যাদবকে কটাক্ষ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি।
এক সাক্ষাৎকারে তৃণমূল নেত্রী প্রসঙ্গে কালাম বলেন, “মমতার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার প্রশংসা করে তাঁকে চিঠি লিখেছি। সোনার সিংহাসনের খুব কাছাকাছি ছিলেন তিনি। মমতা যদি চলতি রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে থাকতেন তা হলে যা চাইতেন তা পেতে পারতেন, অন্তত তার অর্ধেক পেতে পারতেন। কিন্তু তিনি একটি অবস্থান নিয়ে ফেলেন এবং তার ফলে সেই সুযোগ হারিয়েছেন। অবশ্যই তিনি তা পুনরুদ্ধার করে ফেলতে পারবেন। কেননা একজন প্রকৃত নেতার মতো তাঁর সাহস রয়েছে।” রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসাবে তাঁর নাম উঠে আসার প্রসঙ্গেই কালামকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে কালাম বলেন, তাঁর নাম নিয়ে আলোচনা হচ্ছিল ঠিকই, কিন্তু কেউ তাঁর নাম প্রস্তাব করেননি। এর পরেই তাঁকে প্রশ্ন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুলায়ম সিংহ তো প্রস্তাব করেছিলেন।
কিন্তু কালাম বলেন, “প্রস্তাবও করা হয়, আবার একই সঙ্গে তা প্রত্যাহারও করে নেওয়া হয়।” সন্দেহ নেই এই কটাক্ষ মুলায়ম সম্পর্কেই। মমতার সঙ্গে মিলে সাংবাদিক বৈঠক করে কালামের নাম প্রস্তাব করার ২৪ ঘণ্টার মধ্যেই ভোল পাল্টে ফেলেছিলেন মুলায়ম। ওই ঘটনার প্রসঙ্গেই মমতার প্রশংসা করে কালাম বলেন, “এক জন নেতার দূরদর্শিতা ও আবেগ দু’টিই থাকা দরকার। কোনও সমস্যাতেই ভয় পাওয়া উচিত নয়। বরং জানা উচিত সেই সমস্যা কী ভাবে মোকাবিলা করবেন। বড় কথা হল, এক জন নেতার নিষ্ঠার সঙ্গে কাজ করা উচিত।” কালামকে প্রশ্ন করা হয়, তা হলে এক জন নেতার নিশ্চয়ই ২৪ ঘণ্টার মধ্যে মত বদলে ফেলা উচিত নয়! জবাবে সহাস্যে কালাম বলেন, “আমি নেতার সংজ্ঞা দিতে পারি। কিন্তু কোনও উদাহরণ দেব না।” |