করিমগঞ্জে জনতার মারে স্বামী-সহ রক্তাক্ত বিধায়ক
সমে বরখোলা কেন্দ্র থেকে নির্বাচিত কংগ্রেস বিধায়ক রুমি নাথ কাল রাতে করিমগেঞ্জের এক হোটেলে মারমুখী এক জনতার হাতে নিগৃহীত হলেন। জনতার হাতে মার খেয়েছেন রুমির দ্বিতীয় স্বামী জাকি জাকিরও।
হোটেলের ঘরের দরজা ভেঙে হাতে গোনা পুলিশ-দেহরক্ষীদের প্রতিরোধ উড়িয়ে বিধায়ক ও তাঁর স্বামীকে মাটিতে ফেলে এলোপাথাড়ি লাথি-চড়-ঘুষি মারে ক্ষুব্ধ জনতা। রক্তাক্ত দম্পতিকে কোনওমতে হোটেল থেকে বের করে আনে পুলিশ। পরে, বিরাট পুলিশবাহিনী রুমিদের উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। সেখান প্রাথমিক চিকিৎসার পরে রাত দেড়টায় চার গাড়ি সিআরপি প্রহরায় অ্যাম্বুল্যান্সে চাপিয়ে তাঁদের গুয়াহাটি পাঠিয়ে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে রুমিরা হাসপাতালের বদলে ওঠেন বিধায়ক আবাসে। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের চার চিকিৎসক তাঁদের চিকিৎসা চালাচ্ছেন। বিধায়ক আবাস ঘিরে রয়েছে পুলিশ ও সিআরপির কড়া প্রহরা।
মহিলা বিধায়কের উপর এ হেন আক্রমণের ঘটনা জেনে ক্রুদ্ধ মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্থানীয় বিধায়ক ও মন্ত্রী সিদ্দেক আহমদকে ফোন করেন। এসপি প্রদীপ পূজারি বলেন, “গত কালের হামলায় জড়িত ব্যক্তিদের অনেককে চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই তাদের ধরা হবে।” ঘটনার জেরে আজ সকাল থেকেই হাইলাকান্দি-করিমগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে চলে অবরোধ, বিক্ষোভ, গাড়ি ভাঙচুর।
ঘটনা হল, রুমির দ্বিতীয় বিবাহ ভাল চোখে নেননি বরাকবাসীদের একাংশ। অভিযোগ, প্রথম স্বামী রাকেশ সিংহের সঙ্গে আইনানুগ ভাবে বিবাহ বিচ্ছেদ না ঘটিয়েই গত মে মাসে রুমি বিয়ে করেছেন জাকি জাকিরকে।
প্রহৃত রুমি নাথ ও জাকি জাকির। ছবি: উজ্জ্বল দেব
কাবিলনামায় রুমি নতুন নাম নিয়েছেন রেশমা সুলতানা। তাঁর প্রথম স্বামী এ নিয়ে মামলাও দায়ের করেছেন। এ সব নিয়ে কিছু দিন ধরেই বরাক উপত্যকার একটা অংশের মানুষ ক্ষুব্ধ ছিলেন রুমির উপরে। কিন্তু কাল রাতে হামলার ঘটনা একেবারেই নজিরবিহীন।
পুলিশ সূত্রে খবর, কাল বন্যাকবলিত এলাকার চারটি ত্রাণ শিবির ঘুরে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা সেরে রাত পৌনে দশটা নাগাদ করিমগঞ্জে, হোটেলের ঘরে খেতে বসেছিলেন বিধায়ক রুমি দেবী ও তাঁর দ্বিতীয় স্বামী জাকির। তখনই ‘অবৈধ বিবাহ ও ধর্মত্যাগের শাস্তি’ দিতে দরজা ভেঙে তাঁদের উপরে চড়াও হয় শ’দুয়েক উন্মত্ত লোক। মারধরের সঙ্গে চলতে থাকে অভব্য গালিগালাজ। নিজেকে বাঁচাতে বাথরুমে ঢুকে যাওয়ার চেষ্টা করেন রুমি। সেই দরজাও ভেঙে ফেলে হামলাকারীরা। রুমিদের বাঁচাতে গিয়ে তাঁর দেহরক্ষী ও কয়েকজন পুলিশকর্মীও জখম হন। প্রায় দুই ঘণ্টা ধরে তাণ্ডব চলে।
কাল রাতের ঘটনার জেরে আজ হাইলাকান্দির আলগাপুরে পথ অবরোধ হয়। অবরোধকারীরা একটি ট্যাক্সি জ্বালিয়ে দেয়। পুলিশ ও অবরোধকারীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাও ঘটে। করিমগঞ্জের মকইভাঙা, ভাঙা ও বদরপুরে অবরোধ হয়। কাছাড়ের শ্রীকোণায় একটি বাস ভাঙচুর করা হয়। বরখোলাতেও বেশ কিছু সরকারি ও বেসরকারি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকেরা জানান, বিধায়ক এখন বিপদমুক্ত। আর বিধায়ক নিজে কাল রাতের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন। রুমি বলেন, “একজন মহিলার যে ভাবে সম্ভ্রমহানি করা হল তা অত্যন্ত নিন্দাজনক। এই জঘন্য কাণ্ড যারা করেছে তাদের বিরুদ্ধে কড়া, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.