মাওবাদী ‘সক্রিয়তা’র বিরুদ্ধে জন সচেতনতা বাড়াতে শনিবার কলেজ স্ট্রিট-আমহার্স্ট স্ট্রিট এলাকায় মিছিল করল তৃণমূল। গত শনিবার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সিপিআই (এমএল) লিবারেশনের একটি সভায় যোগ দিয়ে সিপিএম নেতা রেজ্জাক মোল্লা ‘সিঙ্গুর দখল’ অভিযানের ডাক দেন। সাম্প্রতিক কালে রেজ্জাক লিবারেশনের অন্য কয়েকটি কর্মসূচির সঙ্গেও যোগ রেখেছেন। এই প্রেক্ষিতে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় রেজ্জাককে কটাক্ষ করে বলেন, “মাওবাদী-নকশালদের সঙ্গে রেজ্জাক সাহেবের ভাব হয়েছে আজকাল!” মুখ্যমন্ত্রীর ওই উক্তিই তৃণমূল নেতৃত্বকে এ দিনের মিছিল করতে ‘উৎসাহ’ জুগিয়েছে বলে দলেরই একাংশের ব্যাখ্যা। এ দিনের ওই মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে বিদ্যাসাগর কলেজ, সিটি কলেজ, সেন্ট পল্স কলেজ ঘুরে ফের কলেজ স্কোয়ারেই শেষ হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সদস্য-সহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক শীলভদ্র দত্ত, নির্মল ঘোষ, পার্থ ভৌমিক প্রমুখ মিছিলে যোগ দেন। জ্যোতিপ্রিয় পরে বলেন, “কলেজ স্ট্রিট এলাকা মাওবাদীদের ডেরা হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে জন সচেতনতা বাড়াতেই মিছিল করা হল।”
|
মাদক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক ব্যক্তি |
আগ্নেয়াস্ত্র ও মাদক-সহ গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। পুলিশ জানায়, ধৃতের নাম আং সেরিং ইউবাথেনিন (৩৫)। বৃহস্পতিবার রাতে এন্টালি থানা এলাকার কনভেন্ট লেন থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড কার্তুজ, ১৩৪ পাউচ ‘হোয়াইট সুগার’ (মাদক) ছাড়াও উদ্ধার হয়েছে ৭৫ হাজার টাকা।
|
হাজতে থাকা কয়েকজন মাওবাদী নেতার কাছ থেকে বাজেয়াপ্ত একটি চিঠির হাতের লেখার সঙ্গে মাতঙ্গিনী মহিলা সমিতির নেত্রী দেবলীনা চক্রবর্তীর হস্তাক্ষরের মিল রয়েছে বলে দাবি করলেন তদন্তকারীরা। শনিবার আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পুলিশ এ কথা জানিয়েছে। এর আগে আদালতের অনুমতি নিয়েই তাঁর হাতের লেখার নমুনা সংগ্রহ করে পুলিশ। পরীক্ষার জন্য তা পাঠানো হয় হস্তাক্ষর বিশেষজ্ঞের কাছে। এ দিন দেবলীনার জামিনের আবেদন খারিজ করে তাঁকে ফের ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। |