স্কুল গেটে দাঁড়িয়ে ছাত্রীদের প্রায় রোজই উত্যক্ত করত সে। শুক্রবার সে কথা কানে যেতেই দ্বাদশ শ্রেণির ওই ছাত্রকে ডেকে বকাঝকা করেছিলেন প্রধান শিক্ষক। বিকেলে স্কুল শেষে সেই ছাত্রই সাঙ্গোপাঙ্গ জুটিয়ে প্রধান শিক্ষককে পাল্টা ‘শাসন’ করল।
মারধর করেই ক্ষান্ত হয়নি সে। মোটরবাইকের ধাক্কায় প্রধান শিক্ষককে মাটিতে ফেলে তাঁকে পিষে দেওয়ার চেষ্টাও করেছিল ওই ছাত্রটি, এমনই অভিযোগ করেছেন উত্তর দিনাজপুরের চোপড়ার সোনারপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ধ্রুব তিওয়ারি।
সন্ধ্যায় চোপড়া থানায় গিয়ে ধ্রুববাবু ওই ছাত্র, জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। স্কুলের মধ্যে তাকে সকলের সামনে ‘অপমানকর’ কথা বলে পাল্টা ‘মারধরের’ অভিযোগ করেছে ওই ছাত্রটিও। দু-তরফের অভিযোগ পেলেও রাত পর্যন্ত পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। আর তাতেই বেজায় চটেছেন স্থানীয় বাসিন্দারা। ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের একাংশও পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ।
চোপড়া থানার আইসি রাজু সিলভেস্টর ছেত্রী অবশ্য পুলিশের ‘উদাসীনতার’ প্রশ্ন উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “দু-তরফেই অভিযোগ হয়েছে। তদন্ত চলছে। সব দিক খতিয়ে দেখে তারপরে ব্যবস্থা নেব।”
স্কুল শেষে গেটের বাইরে দাড়িয়ে ছাত্রীদের টিপ্পনি কাটা, এ অভিযোগ জাকিরের বিরুদ্ধে প্রায় রোজই উঠত। এ দিনও তার ব্যতিক্রম হয়নি। তবে স্কুল শেষে নয়, এ দিন স্কুল শুরুর আগেই গেটের সামনে দাঁড়িয়ে ‘অশ্লীল অঙ্গভঙ্গি’ করছিল ওই কিশোর। অভিযোগ কানে আসতেই ধ্রুববাবু ডেকে পাঠান জাকিরকে। স্কুল সূত্রে জানা গিয়েছে, সেই সময়েও প্রধান শিক্ষকের সঙ্গে রীতিমতো ‘তর্ক’ করে সে। বকাঝকার পরে তাকে ছেড়ে দিলেও জাকিরের মোটরবাইকটি আটকে রাখার নির্দেশ দেন প্রধান শিক্ষক। পরে অবশ্য তার এক আত্মীয় স্কুল থেকে বাইকটি নিয়ে যান।
বিকেলে সেটি নিয়েই জাকির দাঁড়িয়ে ছিল স্কুল গেটের সামনে। সঙ্গে ছিল তার কয়েক জন সাগরেদও। অন্যান্য শিক্ষকদের সঙ্গে ধ্রুববাবু স্কুল থেকে বেরোতেই বাইক নিয়ে এগিয়ে আসে সে।
চোখের ইশারা করতেই জাকিরের সঙ্গীরা ধ্রুববাবুর উপরে চড়াও হয়ে শুরু করে মারধর। এই সময়ে বাইক চালিয়ে ধ্রুববাবুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় জাকির। শুধু তাই নয়, তাঁকে চাপা দেওয়ার চেষ্টাও করে বলে প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন।
ধ্রুববাবু বলেন, “প্রায়ই ওর নামে অভিযোগ শুনতাম। এ দিন স্কুলের মধ্যে ডেকে একটু বকাঝকা করেছিলাম। স্কুল শেষে ও যে এমন করবে ভাবতেই পারিনি।” স্কুল পরিদর্শক স্বপন সামন্তও ঘটনাটি শুনেছেন। তিনি বলেন, “ঘটনাটি শুনলাম। খুবই উদ্বেগজনক। অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” |