স্কুলের বিবাদ মেটাতে বিডিও-র বৈঠক |
সালোয়ার-কামিজ পড়া নিয়ে বিতর্কের জেরে এ বার জেলাশাসকের দ্বারস্থ হলেন তমলুকের আলিনান শহিদ মাতঙ্গিনী বিদ্যালয়ের শিক্ষিকা চৈতালী সামন্ত। শুক্রবার তমলুকে ডিএম অফিস ঘুরে স্কুলে আসতে আসতে দেড়টা বেজে যায় ওই শিক্ষিকার। তখন দেরি হয়ে যাওয়ায় স্কুলের কাজে যোগ দিতে বাধা দেন কর্তৃপক্ষ। এ দিকে, জেলা প্রশাসনের নির্দেশে বিবাদ মেটাতে ওই স্কুলের প্রধানশিক্ষিকা, পরিচালন সমিতির সম্পাদক ও চৈতালীদেবীকে ব্লক অফিসে ডেকে পাঠান বিডিও পৃথ্বীবান মিত্র। সেখানে বিকেল পর্যন্ত উভয়পক্ষের সঙ্গে কথা বলেন বিডিও। তিনি স্কুল কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দেন, শিক্ষিকার পোশাক নির্বাচনের অধিকারে কোনও রকম হস্তক্ষেপ করা যাবে না। গ্রামবাসীরা যদি শিক্ষিকাকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন, সেক্ষেত্রে গ্রামবাসীদোর বোঝানোর দায়ও কিছুটা স্কুল পরিচালন সমিতির সম্পাদকের উপরে বর্তায়। বিডিও বলেন, “উভয়পক্ষকে নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।”
|
লরির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু |
লরির চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে জামবনির আমলাতোড়া গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ছিতামণি মান্ডি (৬৫)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন বিকেলে বাড়ির সামনে রাস্তার ধারে খাটিয়া পেতে বসেছিলেন ছিতামণিদেবী। আচমকা কপাটকাটার দিক থেকে আসা কনেযাত্রী বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাটিয়া সমেত ছিতামণিদেবীকে পিষে দিয়ে একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ছিতামণিদেবীর দেহটি লরির চাকায় পিষ্ট হয়ে আটকে থাকায় লরিটি সরানোর জন্য পুলিশকে ঘটনাস্থলে ক্রেন নিয়ে আসতে হয়। লরির চালক ও খালাসি পলাতক। স্থানীয় সূত্রের খবর, কপাটকাটায় বৌভাতের অনুষ্ঠান সেরে কনেযাত্রীরা ওই লরিটিতে চেপে যুগিবাঁধ গ্রামে ফিরছিলেন।
|
সিম বিক্রিতে কারচুপি, ধৃত ৩ |
মোবাইলের সিম বিক্রির কারবারে কারচুপির অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পটাশপুর থানার পুলিশ। ধৃত বাজিতপুর গ্রামের বাসিন্দা স্বপন দাস একটি সিম কোম্পানির ডিস্ট্রিবিউটার, মকরামপুরের বাসিন্দা মাধব দাস সাব-ডিস্ট্রিবিউটার, ওই গ্রামেরই তারাপদ দাস তাঁদের সহযোগী। তিন জনে মিলে প্রতাপদিঘিতে একটি শো-রুম খুলেছিলেন। ওই দোকানে নথি ও সই জাল করে সমাজবিরোধীদের সিম বিলি করা হত বলে অভিযোগ। বৃহস্পতিবার দোকানে হানা দিয়ে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। বেশ কিছু কাগজপত্রও উদ্ধার হয়। ধৃতদের শুক্রবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেলহাজতে পাঠান।
|
অজ্ঞান কিশোরীকে উদ্ধার করল পুলিশ |
রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল ঘাটাল থানার পুলিশ। শুক্রবার সকাল থেকেই ঘাটাল শহরের কৃষ্ণনগরে রাস্তায় পড়েছিল ওই কিশোরী। পথচলতি মানুষজন পাশ কাটিয়ে চলে গেলেও কেউই মেয়েটিকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। বিষয়টি নজরে আসার পর সকাল দশটা নাগাদ ঘাটাল থানার পুলিশকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের সুপার অনুরাধা দেব বলেন, “মাঝেমধ্যে জ্ঞান ফিরলেও ওই কিশোরী নাম-ঠিকানা বলতে পারেনি। তাকে সুস্থ করে তোলার চেষ্টা চালানো হচ্ছে।”
|
পানীয় জলের সঙ্কট মেটাতে কাঁথি মহকুমার জল প্রকল্পের পাম্প হাউসগুলিতে দ্রুত বিদ্যুৎসংযোগ দেওয়ার জন্য রাজ্য বিদ্যুৎ পর্ষদকে চিঠি পাঠাল জেলা পরিষদ। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন জানান, কাঁথি মহকুমার হৈপুর, চণ্ডীভেটি, মুড়িসাই, সাপাই, জুনবনি, শঙ্করপুর, কাঁথি স্যালাইন এরিয়া জোন-২, পশ্চিমবেটিয়া, সাহেবখানচক ও কেরানিবাড় এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতর পানীয় জলের জন্য পাম্প হাউস তৈরি করলেও যন্ত্রগুলিকে বিদ্যুতের অভাবে চালু করা যাচ্ছে না। মামুদ হোসেনের অভিযোগ, “বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় অর্থ জমা দেওয়া হলেও বিদ্যুৎ দফতরের গড়িমসিতে সংযোগ আসছে না। ফলে প্রকল্পগুলি চালু না হওয়ায় মহকুমার বিস্তীর্ণ গ্রামাঞ্চলে পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে।”
|
রাস্তা পার হওয়ার সময় তেল ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেল ৪টে নাগাদ মেচেদায় ৪১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃত কালীপদ বেরার (৪০) বাড়ি পটাশপুরের চিস্তিপুরে। গুরুতর জখম হয়েছেন তাঁর সঙ্গী কমল মাইতি। মেচেদার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন তিনি। মেচেদায় একটি আলোচনাসভায় যোগ দিতে এসেছিলেন চিস্তিপুরের ওই দুই বাসিন্দা। সভা শেষে বাড়ি ফেরার জন্য বাস ধরতে রাস্তা পার হওয়ার সময় একটি তেল ট্যাঙ্কার ধাক্কা মারে তাঁদের। |