টুকরো খবর
পরিচয় লুকিয়ে ‘সহবাস’, ধৃত
বিবাহিত পরিচয় লুকিয়ে ফের বিয়ে করার অভিযোগে হাজতবাস করছেন চিৎপুরের রাজেশ গিরি। এ বার বিবাহিত পরিচয় লুকিয়ে সহবাসের অভিযোগ উঠল টালাপার্কের এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানায়, অভিযুক্ত তারক সাউ টালার অনাথ দেব লেনের বাসিন্দা। বৃহস্পতিবার চিৎপুরের বাসিন্দা এক তরুণীর অভিযোগের ভিত্তিতে তারক গ্রেফতার হন। পুলিশ জানায়, দেড় বছর আগে ওই তরুণীর সঙ্গে তারকের আলাপ হয়। তরুণীর অভিযোগ, তারক নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেন। বছর খানেক আগে একটি মন্দিরে তাঁরা বিয়ে করেন। তরুণী জানান, বিয়ের পরে তারকের সঙ্গে সহবাসের ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু তারককে বাড়ি নিয়ে যাওয়ার কথা বললেও তিনি নানা অজুহাতে এড়িয়ে যেতে থাকেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার ওই তরুণী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে তারকের বাড়ি গিয়ে দেখেন, তারকের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ওই তরুণীকে দেখেই তারক মারধরের হুমকি দেন। এর পর তারকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। ওই রাতেই তাঁকে ধরা হয়। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে। শুক্রবার শিয়ালদহ আদালতে বিচারক তাঁকে ৫ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানায়, তরুণী আট মাসের অন্তঃসত্ত্বা। এ দিন তাঁর গোপন জবানবন্দি গ্রহণ করেন বিচারক। তাঁর গর্ভস্থ ভ্রূণ ও ধৃতের ডিএনএ পরীক্ষাও হবে।

২১শে জুলাই ব্রিগেড নয়, সভা আবার ধর্মতলায়
এ বার একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসের সভা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে না। ধর্মতলায় যে জায়গায় আগে শহিদ দিবসের সভা হত, এ বার সেখানেই সভা হবে বলে শুক্রবার জানিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতায় আসার পর গত বছর ব্রিগেডে শহিদ দিবসের সমাবেশ হয়। যা ক্ষমতায় আসার পর ‘বিজয় সমাবেশে’র রূপ পেয়েছিল। কিন্তু প্রবল বৃষ্টিতে দুর্ভোগে পড়েন বিপুল সংখ্যক সমর্থক। মূলত তাই এবার ব্রিগেড নয়। মুখ্যমন্ত্রী বলেন, “গতবার মা-মাটি মানুষকে ধন্যবাদ জানানোর জন্য ব্রিগেডে সমাবেশ হয়েছিল। কিন্তু বৃষ্টিতে ব্রিগেডে এত কাদা আর জল হয় যে, লোকজনের খুব কষ্ট হয়। গতবার বৃষ্টিতে খুব অসুবিধা হয়েছিল। এ বার তাই আবার ধর্মতলাতেই সমাবেশ হবে।” শহিদ সমাবেশের প্রস্তুতি নিয়ে সোমবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দলের সভা ডাকা হয়েছে। ওই সভায় মমতা থাকবেন। শহিদ দিবসে জেলা থেকে যে সমস্ত কর্মী-সমর্থকরা আসবেন, তাঁদের থাকা ও পরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য আজ, শনিবার তৃণমূল ভবনে দলের কোর-কমিটির বৈঠক ডেকেছেন মুকুল রায়।

দেহ আসেনি রাঠৌরের, ফিরে এলেন বাবা-মা
বিমান দুর্ঘটনার প্রায় এক মাস পরেও ছেলের দেহ দেশে ফেরেনি। কবে ফিরবে, তারও ঠিক নেই। তাই আপাতত নিরাশ হয়ে দিল্লি থেকে কলকাতায় লেক গার্ডেন্সের ফ্ল্যাটে ফিরে এলেন পুত্রহারা রাঠৌর দম্পতি। গত ৩ জুন নাইজিরিয়ার লাগোস থেকে আবুজাগামী ডানা এয়ারলাইন্সের এমডি-৮৩ বিমান ভেঙে পড়ে অন্য ৯০ জনের সঙ্গে প্রাণ হারান সহকারী পাইলট মহেন্দ্র সিংহ রাঠৌর ওরফে পিঙ্কুও। ছেলের দেহ কলকাতায় আনার জন্য এত দিন দিল্লিতে অপেক্ষা করছিলেন তাঁর বাবা ঈশ্বর সিংহ রাঠৌর এবং মা পুষ্পাদেবী। লাগোসে কর্মরত ইঞ্জিনিয়ার, কেরলের রিজো কে এল্ডহোসও ওই বিমানের যাত্রী ছিলেন। তিনিও মারা গিয়েছেন। দুর্ঘটনায় মৃত ৯১ জনের মধ্যে বেশির ভাগের দেহই ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। মৃত দুই ভারতীয়ের আত্মীয়দের ডিএনএ-র নমুনা এ দেশ থেকে নাইজিরিয়ায় পাঠানো হলেও সেখানে ডিএনএ পরীক্ষার পরিকাঠামো নেই। তাই ইংল্যান্ডে ডিএনএ মেলানো হবে বলে লাগোসে ভারতীয় হাই কমিশনারের অফিস সূত্রের খবর।

পুরুষ শিক্ষক বদলি বেথুন, ব্রেবোর্নেও
লেডি ব্রেবোর্ন, বেথুন কলেজে শিক্ষিকাদের সঙ্গে সঙ্গে এ বার স্থায়ী শিক্ষকেরাও বদলি হয়ে আসবেন। সম্প্রতি রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, শুধু মেয়েদের জন্য যে-সব সরকারি ডিগ্রি কলেজ আছে, এ বার সেগুলিতে বদলি হবেন শিক্ষকেরাও। রাজ্যের ১৮টি সরকারি ডিগ্রি কলেজের মধ্যে লেডি ব্রেবোর্ন ও বেথুনই কেবল মেয়েদের কলেজ। রাজ্যের উচ্চশিক্ষা দফতর সূত্রে অবশ্য জানা গিয়েছে, ওই কলেজগুলিতে শিক্ষকদের নিয়োগ বা বদলিতে কোনও আইনি বাধা নেই। তবে প্রথাগত ভাবেই এত দিন সেখানে স্থায়ী শিক্ষকদের নিয়োগ বা বদলি করা হত না। যদিও ওই সব কলেজে এখন আংশিক সময়ের এবং চুক্তির ভিত্তিতে নিযুক্ত শিক্ষকেরা রয়েছেন। এ বার সেখানে স্থায়ী পদেও পুরুষ শিক্ষকদের নিয়োগ বা বদলি হবে।

ভাড়া বৃদ্ধির দাবিতে
প্রতি স্টেজে ২ টাকা করে ভাড়া বৃদ্ধি চান মিনিবাস-মালিকেরা। শুক্রবার, এই দাবিতে তাঁদের সংগঠন ‘মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি’-র সমর্থকেরা রানি রাসমণি অ্যাভিনিউতে পাঁচ ঘণ্টারও বেশি অবস্থান বিক্ষোভ করেন। ‘পুলিশি জুলুম’-এর’ অভিযোগও তোলেন তাঁরা। মিনিবাসের বিভিন্ন রুটের প্রতিনিধিরা ছাড়াও বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন ও বেঙ্গল বাস সিন্ডিকেটের শীর্ষ-নেতারা এই সমাবেশে ছিলেন। মিনিবাস মালিকদের তরফে অবশেষ দাঁ বলেন, “আগামী বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহণমন্ত্রী মদন মিত্রকে দাবিপত্র পেশ করব। ১৫ দিনের মধ্যে দাবি মানা না হলে পর্যায়ক্রমে ধর্মঘটের পথে যাব।”

বকেয়া বেতন চেয়ে মিছিল
বকেয়া বেতনের দাবিতে শুক্রবার দুপুরে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভা অভিযান কর্মসূচিতে সামিল হন কলেজ-বিশ্ববিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকারা। ফিয়ার্স লেনে শিক্ষক-শিক্ষিকাদের গ্রেফতার করে পুলিশ। পরে তাঁরা জামিনে ছেড়ে দেওয়া হয়। ওই শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, তাঁদের ‘শান্তিপূর্ণ’ মিছিলে পুলিশ লাঠি চালিয়েছে এবং মারধর করেছে। পুলিশ অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.