পরিকাঠামো ক্ষেত্রে বৃদ্ধির হার ৩.৮% |
মে মাসে দেশের পরিকাঠামো ক্ষেত্রের বৃদ্ধি দাঁড়াল ৩.৮%। যা তার আগের মাসের ২.২% থেকে একটু বেশি। তবে ২০১১-র মে মাসের হার ছিল ৫.৮%। এমনকী গত এপ্রিল ও মে-তে মোট যা বৃদ্ধি হয়েছে, সেই ৩.৪ শতাংশও আগের বছর একই সময়ের ৫ শতাংশের তুলনায় বেশ কম।
এপ্রিলের তুলনায় বৃদ্ধি বেশি হওয়ায় অবশ্য খুশি আর্থিক মহল। তাঁদের ধারণা, সার, কয়লা, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ, সিমেন্ট, ইস্পাত ও পেট্রো-পণ্য নিয়ে তৈরি ক্ষেত্রটির বৃদ্ধি শিল্প বৃদ্ধির হারে ভালই প্রভাব ফেলবে।
|
হলদিয়া পেট্রোকেমিক্যালসের শেয়ার হস্তান্তরের উপর স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় ও শুক্লা কবীরের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশের আবেদন খারিজ করে দেয়। পেট্রোকেমের অংশীদার উইনস্টার এই আবেদন জানিয়েছিল। বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ওই স্থগিতাদেশ না দেওয়াতেই উইনষ্টার এই আপিল করে। আদালতে এইচপিএলের আইনজীবী প্রতাপ চট্টোপাধ্যায় বলেন, হস্তান্তরের আগে শেয়ারহোল্ডারদের জানানো নিয়ম। গোপনে শেয়ার হস্তান্তর সম্ভব নয়।
|
প্রণব মুখোপাধ্যায়ের স্থানে স্পেকট্রাম নিলামের ভারপ্রাপ্ত মন্ত্রিগোষ্ঠীকে নেতৃত্ব দেবেন কৃষিমন্ত্রী শরদ পাওয়ার। ২ জুলাই আসন্ন নিলামের ন্যূনতম দর স্থির করতে বৈঠকে বসবে মন্ত্রিগোষ্ঠী। |